আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান দুর্জয়

বিসিবির পরিচালক পদে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়। প্রতিপক্ষ না থাকায় চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আকরাম। অপেক্ষায় রয়েছেন দুর্জয়। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় নির্বাচন করছেন ক্যাটাগরি 'এ'র ঢাকা বিভাগ থেকে। যেখানে ভোটার সংখ্যা ১৮ এবং প্রার্থী রয়েছেন আরও তিনজন।

এদের একজন ক্রীড়া সংগঠক মঞ্জুর কাদের, মুন্সীগঞ্জ জেলার কাউন্সিলর। বাকি দুজনের একজন টাঙ্গাইলের কাউন্সিলর সানিয়াত খান বাপ্পা, যার বড় পরিচয় সরকারদলীয় একজন সংসদ সদস্যের ভাই এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। আরেকজন জামালপুরের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান। তিনিও সরকারদলীয় এক সংসদ সদস্যের ভাই।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ২০১২ সালের সংশোধিত গঠনতন্ত্র নিয়ে যখনই কথা বলেছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন, তখনই জানিয়েছেন ক্যাটাগরি 'এ' থেকে তিনি আকরাম ও দুর্জয়ের মতো ক্রিকেটারদের চান বিসিবিতে পরিচালক হিসেবে।

বিসিবি সভাপতির চাওয়ামতো আকরাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচন করতে হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয়কে। ক্রিকেটপ্রেমীরা মনে করেন, বাংলাদেশের ক্রিকেটকে সামনের দিকে এগিতে নিতে প্রয়োজন আকরাম, দুর্জয়, সুজন, লিপুদের মতো স্বনামধন্য ক্রিকেটারদের। যারা নিবেদিত ক্রিকেটের প্রতি এবং ক্রিকেটই যাদের ভালোবাসা।

সাবের হোসেন চৌধুরী ও তার সমর্থকরা সরে দাঁড়ান নির্বাচন থেকে।

তখন মনে হয়েছিল নির্বাচন হবে না কোনো ক্যাটাগরিতেই। ৪৩ জন মনোনয়নপত্র কিনলেও বোঝা যায়নি। কিন্তু জমা দেওয়ার দিন বোঝা গেছে ১০ অক্টোবর নির্বাচন হবে জমজমাট। জমজমাট নির্বাচন হবে ক্যাটাগরি 'এ'র ঢাকা বিভাগে। এখানেই নির্বাচন করছেন দুর্জয়।

নির্বাচনে নিজের বিষয়ে আত্দবিশ্বাসী হলেও প্রতিপক্ষ নিয়ে কোনো মন্তব্য করেননি বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, 'আমি আগেই বলেছি ক্রিকেট আমার ভালোবাসা। আমার এখনকার পরিচয় ক্রিকেট দিয়ে। ক্রিকেটকে আমি কিছু দিতে চাই। অবদান রাখতে চাই দেশের ক্রিকেট উন্নয়নে। ক্রিকেটের উন্নয়নে বোর্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করাটা সহজ।

তাই আমি পরিচালক পদে নির্বাচন করছি। আমি ভোটারদের কাছে দোয়া চাই। তাদের কাছে অনুরোধ তারা যেন আমাকে সুযোগ দেন কাজ করার। নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারেন। নির্বাচন করার অধিকার যে কারোরই আছে।

' দুর্জয় প্রতিপক্ষ সম্পর্কে কোনো কিছু বলেননি। বরং সাধুবাদ জানিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ায়।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।