আমাদের কথা খুঁজে নিন

   

টোকাই

বস্তা কাঁধে ওই শিশুরা ভোর না হতেই ছোটে,
দিনের শেষে হয়ত কভু দুমুঠো ভাত জোটে।
টোকাই বলে ডাকে সবাই পথই ওদের ঘর,
এই শহরে নেই যে আপন সবাই ওদের পর।
রাত-বিরাতে মাথার নিচে ইটের বালিশ দিয়ে,
দিব্যি ওরা ঘুমিয়ে পড়ে বস্তা বুকে নিয়ে।
ওদের নিয়ে সুশীল সমাজ লেখেন কলাম ফিচার,
কেউ আসে না বদলে দিতে ওদের ভাগ্য বিচার।
বয়সটা তো ছিলই ওদের থাকবে হাতে বই,
কেমন করে আমরা বল মুখ ফিরিয়ে রই।
ওদের নিয়ে একটু যদি আমরা সবাই ভাবি,
হয়ত ওরাই বদলে দেবে দেশের ভাগ্য-চাবি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।