আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেলের লুলামি ১৮+ ও কিছু কথা

www.facebook.com/thinkersbloggers
ভিডিওটা খেয়াল করেন ভালো মত । থ্রি জি বিজ্ঞাপনে কি বুজাইল ? ১. চাপাবাজি ও মিথ্যা বলা হালাল ! ২. গ্রুপ স্টাডির নামে ---- হালাল ! ৩. বন্ধুত্বের মধ্যে অশ্লীল সম্পর্ক হালাল ! এবার আমার কিছু জিজ্ঞাসা ? - এই এড কি আমাদের বাঙালি কালচারের সাথে যায় ? - ডি জে পার্টির মিনি ভার্সনকে জাস্টিফাই করা হচ্ছে? - লিটনের ফ্ল্যাটকে জাস্টিফাই করা হচ্ছে? - এই এড দিয়ে তারা আসলে কি বুঝাতে চাচ্ছে ? অথচ ওয়ারিদের যাত্রা শুরু পহেলা বৈশাখে এদেশের সংস্কৃতি এবং লৌকিকতা তুলে ধরে চিত্রায়িত বাপ্পা মজুমদারের সালাম বাংলাদেশ গানের মাধ্যমে। এছাড়া আপনারা খেয়াল করবেন এয়ারটেলের লুলামি শুধু তাদের এডে না তাদের পুরো মার্কেটিং পলিচিতে । ওদের স্পন্সর করা নাটকের Concept এও ! যুব সমাজ ধ্বংস করা ফেরিওয়ালারা চারদিকে তেঁতুলের চাটনি বিক্রি করতেসে। মানুষও খাইতেসে সেই চাটনি। ঐশীকে ঘৃণা করবেন কিন্তু ঐশী বানানোর কারিগরদের ____ ? বাংলাদেশের একমাত্র শ্রেষ্ঠ সম্পদ যুব সমাজ। এই যুব সমাজই দেশের জন্য যুদ্ধ করছে ১৯৭১ এ, এই যুব সমাজই মায়ের সম্মান রক্ষার জন্য অনলাইন ও অফলাইনে কাজ করছে। যুব সমাজ নষ্ট হলে ?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.