আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেলের থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ

চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ঢাকা ও চট্রগ্রামের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে থ্রিজি সেবা চালুর ঘোষণা দিয়েছে এয়ারটেল। সম্প্রতি ঢাকা ও চট্রগ্রামের নতুন এঞ্চলে থ্রিজির নেটওয়ার্ক সম্প্রসারণ করার সময় এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি ।

নতুন করে এয়ারটেলের থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে ঢাকার উত্তরা, ধানমন্ডি, নিউ মার্কেট, শাহবাগ, মিরপুর ১ ও ২, আদাবর, শেখেরটেক, স্টেডিয়াম মার্কেট, পল্টন এবং চট্রগ্রামের আন্দরকিল্লা, জামালখান, চকবাজার, খুলশী, পাহাড়তলী, অলঙ্কার ক্রসিং, সাগরিকা, স্টেডিয়াম এবং উত্তর হালিশহর।

এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত থ্রিজি সেবা চালু করার লক্ষ্য ঢাকা ও চট্রগ্রামে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করছে প্রতিষ্ঠানটি। ৭ নভেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দুই সপ্তাহের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু নতুন এলাকায় থ্রিজির আওতায় এসেছে।

এর আগে এয়ারটেল থ্রিজির আওতায় ছিলো ঢাকা শহরের বারিধারা, গুলশান ১ ও ২, বনানী, মহাখালি, বিজয় স্মরণী, ফার্মগেট, তেজগাও, লালমাটিয়া, কলাবাগান, পান্থপথ এবং হাতিরপুল আর চট্টগ্রামে আগ্রাবাদ, জিইসি, দামপাড়া, টাইগার পাস,  রিয়াজুদ্দীন বাজার, দেওয়ান হাট, সিইপিজেড, নেভাল অ্যাকাডেমি, দক্ষিণ হালিশহর এবং এয়ারপোর্ট।

এয়ারটেল জানিয়েছে, থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে ৪০০ বিটিএস টাওয়ার বসানো হচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ঢাকা ও চট্রগ্রামের গুরুত্বপূর্ণ সব এলাকা থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনবে তারা। ২০১৪ সালের মধ্যে সারা দেশে থ্রিজি চালু করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, এর আগে ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এয়ারটেল কর্তৃপক্ষ থ্রিজির ডাটা প্যাকেজ ঘোষণা করেছে।

এয়ারটেলের সব প্যাকেজের গতি সর্বনিম্ন হবে এক এমবিপিএস।

এয়ারটেল দাবি করেছে, তারা টুজির দামে থ্রিজি সেবা দিচ্ছে। এয়ারটেল এক গিগাবাইট ডাটার দাম রাখছে ৩৫০ টাকা, যার মেয়াদ হবে ৩০ দিন। এ ছাড়াও এয়ারটেলের প্যাকেজে ৩ দিনে ১৫ মেগাবাইটের জন্য ১৫ টাকা, এক সপ্তাহ ৩০ মেগাবাইট ৩০ টাকা। এয়ারটেল গ্রাহকেরা ‘পে অ্যাজ ইউ গো’ ডাটা প্যাকেজ ব্যবহার করতে পারবেন।

সর্বোচ্চ ৫ গিগাবাইট ৩০ দিনে ৯৫০ টাকায় পাওয়া যাবে। এ ছাড়াও বিশেষ অফারে এয়ারটেল গ্রাহকেরা সর্বনিম্ন ১ জিবি ডাটা প্যাক কিনলে শতভাগ বোনাস পাবেন।   নভেম্বর মাসে এই ডাটা প্যাক গ্রহণ করলে প্রতি ১জিবি প্যাক ক্রয়ে ১২ মাস ব্যাপী সর্বমোট ১২ জিবি বোনাস উপভোগ করতে পারবেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.