আমাদের কথা খুঁজে নিন

   

উনারে এখুনি মুক্তি দেন, এখুনি উনার বিরুদ্ধে সব কেস তুলে নেন | আর এই সব ফালতু আইন বুড়িগঙ্গার নোংরা জলে ফেলে দেন ভালোয় ভালোয় |

এইটা আমার ব্লগ।

ডিজিটাল বাকশাল সরকার - টিভি, নিউজপেপার, নিউজপোর্টাল অমুক নিউজ তমুক নিউজ সবই আপনেরা সিস্টেম করে আপনাদের দাস বানাইছেন| কিন্তু, ফেসবুক ব্লগেরে আপনেরা কাপচার করতে পারেন নাই | এই জন্যে অনেক আইন, গাইন বানাইছেন| দেখছি | ভালো | কিন্তু খেয়াল রাখবেন এইটা ২০১৩ , ১৯৭৫ সাল না | ১৯৭৫ সালে, বিনা প্রতিবাদে যা করতে পারছিলেন ২০১৩ সালে সেইটা আপনেরা পারবেন মনে করলে ব্যাপক ভুল করবেন | আমরা সইদ আশরাফের নষ্ট প্রজন্ম | শুধু মাত্র একটা আতাত এর রায় হইছিল বলে আমরা শাহবাগ নামাইছি | আপনাদের আরশ কাপায় দিছি | জি, সেইটাও আপনেরা ছলে বলে কৌশলে ক্যাপচার করছেন | সাকসেস হইছেন | গুড | ভালো | কিন্তু, আমাদের শক্তির একটা ইনডিকেশন আশা করি পাইছেন| সেইটারে আন্ডারএস্টিমেট কইরেন না | আমরা এক হইলে , আপনাদের এই সব তথ্য প্রযুক্তি, মজুক্তি আইন বানের জলে ভেসে যাবে | কয় জন রে গ্রেপ্তার করবেন ? আপনাদের জেল খানায় এত গুলা সিট নাই বস| আপনেরা দুই দল মিইলা এই দেশ টারে লুটে পুটে খাইতাছেন আজকে ২০ বছর ধরে | একজন এর সাথে বাম কান্ধে পতিত স্বৈরাচার, আরেক জন এর ডান কান্ধে রাজাকার | আমরা দেখতাছি | সয়া যাচ্ছি | খান | যেহেতু আপনাদের বাপ এর তালুক | কোনো মেডিয়া আপনাদের বিরুদ্ধে কথা বলে না | আমরাও মানায় নেয়ার চেষ্টা করতাছি | এক মাত্র ব্লগ ফেসবুকেই, আপনেরা চেলেঞ্জ এর মুখে পড়ছেন | এই খানে কোনো ভুং চুং চলে না | এই খানে আপনাদের সব কার্য কলাপ উন্মোচিত| তবুও আমরা যা বলি লিখেই শেষ | আমরা রাস্তায় ও নামি না, টক শোতেও গাল পারি না | কিছু কথা বলে, বন্ধু বান্ধবের সাথে সেই সব শেয়ার করে আবার নিজের রুজি রোজগার করতে, ঘর গিরস্তিতে ফিরে যাই | কিন্তু, আপনাদের এই নির্লজ্জ চশমখোরি রাস্তায় দেশকে দখল করার মধ্যে ,সকল পেপার পত্রিকায় দলবাজদের হাতে দখল হবার পরে এইটাই আমাদের এক মাত্র ব্রিদিং স্পেস | এইখানে খবরদার হাত দিবেন না | তাইলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব| খেয়াল রাখবেন| দেশের নেতা হিসেবে, আপনেরা আদের সমালোচনার লেজিটিমেট টার্গেট| কারণ, আপনেরা, আপনাদের, ছেলে, মেয়ে , কাজ এর লোক, বউ , চাচাত ভাই মামাতো ভাই সবাই আগে পরে আমাদের নেতা হইতাছেন | ফলে আপনাদের এবং আপনাদের পরিবার বর্গদের কার্যকলাপ, কি বলতাছেন, কি খাইতাছেন, কি চিন্তা করতাছেন তার সব আমাদের ফিউচার নির্ধারণ করে | ফলে আপনেরা এবং তারা অবশ্যই আমাদের সমালোচনার মুখে পরবে | এদের মধ্যে কেও কেও সুশীল ভাষায় সমালোচনা করবে কেও গাল পারবে | এইটা আমাদের ফ্রিডম অফ স্পিচ | ইসলাম এর রাসুলরে কদর্য ভাষায় গালাগালি আপনেরা ফ্রিডম অফ স্পিচ এর নামে সাপোর্ট দিয়া গেছেন| কিন্তু সামান্য সমালোচনার মুখে আপনেরা জামিন বিহীন গ্রেপ্তার করবেন, আর এইটা আমরা অটো মাইনা নিবো চিন্তা করলে চরম ভুল করছেন| খেয়াল রাখবেন, এই ফেসবুক, ব্লগ এর যেই ভার্চুয়াল জগত সেই জগতে আপনাদের দুই দলের প্রতিনিধিরাও আছে | তারা আপনাদের বিরুদ্ধ কোনো খারাপ সমালোচনা হইলে তার বিরুদ্ধে দাড়ায় | নিজেদের প্রটেক্ট করতে এই ভার্চুয়াল জগতকে নিয়ন্ত্রণ করতে আপনাদের পুলিশ নামাইতে হবেনা, গ্রেপ্তার করে জেল এ ঢুকাতে হবেনা আপনাদের দুই দল এর যথেষ্ট সাপোর্টার আমাদের এই ভার্চুয়াল জগতে আছে, যারা দাস ক্ষত দিয়ে আপনাদের সকল অন্যায় কার্যকলাপ কে সমর্থন দিয়া যায়| ফলে এই খানে আপনেরা বন্ধু হীন নন | আপনাদের কারো বিরুদ্ধে যে যা ইচ্ছা বলতে পারেনা | প্রতিবাদ হয় | ওয়াহিদুজ্জামান এপোলো ভাই আমাদের ভার্চুয়ার জগতে আপনাদের সিস্টেম এর একটা অংশের প্রতিনিধিত্ব করে | উনার বিরুদ্ধে অনেক সমালোচনা করার জায়গা আছে| সেইটা উনি জায়গা মত টের পান | এবং যেই খানে যা দেয়ার, সেইটাও উনি জায়গা মত দেন | ভুল বললে, উনারেও ধরা হয়| এবং উনিও কাউরে ছাইড়া দেন না | এইটা এই জগতের ইস্টাইল | কিন্তু আমাদের জগতে ঢুকে আপনেরা যখন এপোলো ভাই এর বিরুদ্ধে ওয়ারেন্ট ইসু করেন, উনারে গ্রেপ্তার করেন আপনেরা প্রমান করেন আপনেরা কি মাজুল, কি অথর্ব, কি কাপুরুষ | উনার আইডিয়া কে ফেস করার ন্যুনতম সাহস আপনাদের নাই | আজকে উনার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়া, গ্রেপ্তার কইরা আপনেরা আমাদের সবাইকে ওয়াহিদুজ্জামান এপোলো বানাইছেন| আমরা আপনাদের সিস্টেম সমালচনা করি, কিন্তু আমরা ওই সিস্টেম কে ভাঙ্গতে রাস্তায় নামি নাই | কিন্তু আপনেরা যদি আমাদের জগতে এসে আমাদের উপর দমন নিপীড়ন চালান, আমরা কিন্তু রাস্তায় নেমে আপনাদের ওই সিস্টেম কে ভাঙ্গতে আসবো | সেই দিন আপনেরা আফসুস করবেন যে, এই পোলা গুলা রে না নাড়ায়লেই ভালো হইতো | উনারে এখুনি মুক্তি দেন, এখুনি উনার বিরুদ্ধে সব কেস তুলে নেন | আর এই সব ফালতু আইন বুড়িগঙ্গার নোংরা জলে ফেলে দেন ভালোয় ভালোয় |

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।