আমাদের কথা খুঁজে নিন

   

রংপুর বিটিসিএলের কোটিপতি কর্মকর্তার দুর্

ভিওআইপির মাধ্যমে কল টার্মিনেশন করে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে রংপুর বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল করিমকে বৃহস্পতিবার পল্লী টেলিকমে বদলি করা হয়েছে। পাঁচ বছরে এ কর্মকর্তা ১০-১২ কোটি টাকা অবৈধভাবে আয় করেছেন। তার অবৈধ আয়ের বিষয়টি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে জানা গেছে, ২০০৮ সালের ডিসেম্বরে উপবিভাগীয় প্রকৌশলী (সুইচ রুম) পদে বিটিসিএল রংপুর আঞ্চলিক অফিসে যোগ দেন চাকরিচ্যুত এক ব্যাংক কর্মকর্তার ছেলে তৌহিদুল করিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জা, রংপুরের পীরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদের বোনের ছেলে তৌহিদুল। খালার প্রভাব খাটিয়ে তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী (বিল্ডিং ও ইমারত) এবং সহকারী মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। গত বছর সেপ্টেম্বরে তিনি বিভাগীয় প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। গত পাঁচ বছরে তৌহিদুল রংপুরে চার জায়গায় তিন কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে কিনেছেন ২ একর ৪১ শতক জমি। এর মধ্যে হরিদেবপুরের রিয়াজ মেম্বারের মোড়ে বাবার নামে ৮৩ লাখ টাকা ব্যয়ে ১ একর ৬৬ শতক, মেডিকেল পূর্ব গেটে সাগরপাড়ায় স্ত্রীর নামে ৬০ লাখ টাকায় ৬ শতক, কেরানীপাড়ায় সহকারী পুলিশ সুপার অফিসের সামনে মায়ের নামে ১ কোটি ৫০ লাখ টাকায় ৭ শতক এবং নজিরের হাটে রংপুর-বদরগঞ্জ সড়কের পাশে বাবার নামে ৩২ লাখ ২৪ হাজার টাকায় ৬২ শতক জমি কিনেছেন তিনি। হরিদেবপুরের জমিতে জুট মিল করতে শিল্প ব্যাংক রংপুর শাখায় ১৫ কোটি টাকা ঋণ চেয়েছেন। সাগরপাড়ার জমিতে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে তৈরি করেছেন বিলাসবহুল পাঁচতলা বাড়ি। নজিরের হাটের জমিতে চলছে ফিলিং স্টেশন স্থাপনের প্রক্রিয়া। এ ছাড়া বাবার বাড়ি গাইবান্ধা শহরের গোরস্থানপাড়ায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন বিলাসবহুল পাঁচতলা বাড়ি। ভারপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী (সুইচ রুম) আজগার আলী জানান, রংপুরে ছয়টি ভিওআইপি ক্যারিয়ার প্রতিষ্ঠানের বিটিসিএলের অনুমতি রয়েছে। সূত্র জানায়, দীর্ঘ সময় সুইচ রুমে বসেই ভিওআইপি ক্যারিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে বিটিসিএলের ই-১ অবৈধভাবে ব্যবহারের মাধ্যমে ভিওআইপির মাধ্যমে কল টার্মিনেশন করে রাষ্ট্রের বিপুল টাকা আত্দসাৎ করেছেন তৌহিদুল। বিটিসিএলের এমডি মো. কলিমুল্লাহ বলেন, নানা অনৈতিক কাজে জড়িত থাকায় তৌহিদুল করিমকে বদলি করা হয়েছে। তবে তৌহিদুল করিম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন। দুদক রংপুরের উপ-পরিচালক আবদুল করিম বলেন, তৌহিদুলের অবৈধ আয়ের বিষয়টি অনুসন্ধানের নির্দেশ পেয়েছি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.