আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে পরিবহন শ্রমিকদের তিন ঘণ্টা সড়ক অবর

সিলেটে বাস ও লেগুনা (হিউম্যান হলার) শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে এ অবরোধ চলে। পরে পুলিশ গিয়ে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়।

জানা যায়, কয়েক দিন থেকে যাত্রী পরিবহন নিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে লেগুনা ও বাস চালক-শ্রমিকদের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সকালে লেগুনা শ্রমিকরা সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কটালপুর এলাকায় কয়েকটি বাস আটকে রাখে। এ খবর সিলেটে পেঁৗছলে বেলা ১১টার দিকে বাস শ্রমিকরা হুমায়ুন রশিদ চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ২টার দিকে পুলিশ বাস শ্রমিকদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়।

সিলেট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম জানান, লেগুনা শ্রমিকরা অন্যায়ভাবে বাস আটকে রাখায় তারা সড়ক অবরোধ করেছেন।

দক্ষিণ সুরমার ওসি রঞ্জন সামন্ত জানান, লেগুনা শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে হুমায়ুন রশিদ চত্বরে বাস শ্রমিকরা অবরোধ করে। পরে তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.