আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে বিএনপির দুইপক্ষে পাল্টাপাল্টি শোড

সিলেটে সদর উপজেলা কমিটি নিয়ে শমসের মবিন চৌধুরী ও ইলিয়াস আলী অনুসারী গ্রুপের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি শোডাউন করেছেন। নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শমসের অনুসারীরা ও কমিটি প্রত্যাখ্যান করে শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে ইলিয়াস গ্রুপের নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেছেন। এ নিয়ে গতকাল সিলেট নগরী ছিল উত্তপ্ত। সারা দিন থমথমে অবস্থা বিরাজ করলেও শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সিলেট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিকাল ৩টায় শহীদ মিনারের সামনে সমাবেশ ডাকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী অনুসারীরা। অপরদিকে ওই কমিটি প্রত্যাখ্যান করে শমসের মবিনকে সিলেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়ার দাবিতে একই সময়ে কোর্ট পয়েন্টে সমাবেশের ডাক দেয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক 'নিখোঁজ' ইলিয়াস আলী অনুসারীরা। বিকাল থেকে দুই গ্রুপের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নিজ নিজ সমাবেশস্থলে আসতে শুরু করেন। এ নিয়ে নগরীতে থমথমে অবস্থা বিরাজ করে। দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বিকাল ৪টার দিকে শমসের মবিন পক্ষের নেতা-কর্মীরা শহীদ মিনারের সামনে সমাবেশ করে মিছিল নিয়ে বারুতখানা হয়ে জেলরোড যায়। আর ইলিয়াস অনুসারীরা কোর্ট পয়েন্ট থেকে মিছিল নিয়ে বন্দরবাজার ঘুরে সিটি পয়েন্টে এসে মিছিল শেষ করে। ইলিয়াস অনুসারীদের মিছিল থেকে শমসের মবিনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.