আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজ ভুলেছি চে চিনেছি চেতনা হারিয়েছি



আমি সিরাজ শিকদারকে চিনিনা, আমি চে গুয়েভারার আদর্শে অনুপ্রাণিত । আমি দাবড়ে বেড়াই কিউবার ওলিতে-গলিতে, শরিয়তপুর আমি জানিনা, বলিভিয়ার মাটির কণায় কণায়, মুন্সিগঞ্জ আমি দেখিনা । চে'র স্মৃতির পদচারণা আমার রক্ত কাঁপিয়ে দেয়। সিরাজ শিকদার পিছে পড়ে থাকে, চে আমার আদর্শের মাঝে । আমি সিরাজ শিকদার কে তা জানিনা, চে'র সংগ্রাম আমাকে মরিয়া করে দেয় ! আমি 'স্ফুলিঙ্গ'দেখি নাই, জাতীয় মুক্তিবাহিনী আমি চিনিনা, ন্যাশনাল লিবারেশন আর্মি আমার স্বপ্ন ।

বিপ্লব ছিনিয়ে আনবোই আমি চে'র সৈনিক, সিরাজ শিকদারকে আমি চিনিনা । । সিরাজ শিকদারকে চেনা প্রয়োজন হয়না । পার্টিতে,মদের আড্ডায়,বাজেট প্রণোয়নে অথবা শত শত জ্ঞানীদের ভীড়ে আমার পান্ডিত্যের জাহাজ ভাসে চে'র কারণে, জিজ্ঞাসু চোখ,হতবাক মুখগুলো আন্দোলিত হয় চে'র অভিযানে..... সিরাজ শিকদার দিয়ে কিছুই হয়না । ।

সিরাজ শিকদার আমাকে জ্ঞানী প্রত্যয়িত করেনা, আমি চে'র নামে আস্থাশীল । আমি কমিউনিস্ট, তাত্ত্বিক বামধারা আমাকে উন্মাদ করে, টগবগিয়ে ওঠে আমার রক্তকণিকা চে'র সংগ্রামে, আমি অবিচল,বিপ্লব আমি ঘরে বসে করবোই, তাই সর্বহারা কী তা জানা নিস্প্রয়োজন !! চে গেরিলা যুদ্ধ শেখায়। সিরাজ শিকদারের থানা দখল মনে হয় ডাকাতি । সিরাজ শিকদার না, কল্পনায় আমি চে'র ছায়াসঙ্গী হই । আমি উপনিবেশ বুঝিনা,আধিপত্যবাদ বুঝিনা, পুঁজিবাদ বুঝিনা আমি সাম্রাজ্যবাদী চিনিনা প্রতিদ্বদ্ধি শ্রেণীশত্রু খুঁজে পাইনা, আমি সিরাজ শিকদার কে জানিনা, চে আমার প্রেরণা ।

বিজয় বিজয়,পরাজয় অজয় নারীর হৃদয়,বেনসনের ধোঁয়ায় হলিউডে বা শেখ-এ গঞ্জিকা ভরে আমি ৯ অক্টোবর স্মরী । জানুয়ারির ২ তারিখ বড্ড সেকেলে,উদাস ক্যালেন্ডারের পাতায় হা-হুতাশ করে !! তা দেখে সময়কে নষ্ট করিনা, আমি চে'ভক্ত,চে আমার চেতনা । আমি সিরাজ শিকদার চিনিনা । । আমি সিরাজ শিকদার জানিনা ।

আমি সিরাজ শিকদার খুঁজিনা । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.