আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে কোন প্রহসনমুলক পরিস্থিতির সৃষ্টি হবে না

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সরকারের আমলে প্রহসনমুলক নির্বাচনের কোন রেকর্ড নেই। আগামী সংসদ নির্বাচনেও কোন প্রহসনমুলক পরিস্থিতির সৃষ্টি হবে না। আমরা রাজনৈতিক দল রাজনৈতিক দলের কর্মসুচি রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। যদি তারা রাজনৈতিক আচরণ বিধি লংঘন করে সেটার জন্য প্রশাসন আছে। আমরা রাজনৈতিক দল আমরা কি মারামারি করবো নাকি?
 
তিনি বলেন, বিরোধী দল শেষে নির্বাচনে অংশ নিবেন।

তারা বিভিন্ন জায়গায় নির্বাচন প্রতিরোধ কমিটি কথা বলছেন, সেটাই কেন্দ্র কমিটি করে তারা আসলে নির্বাচনী প্রস্ততি নিচ্ছেন। তিনি আরো বলেন, নেতিবাচক ভোটে পাল্টাপাল্টি বিজয় এটা গনতন্ত্র ও উন্নয়নের জন্য ইতিবাচক নয়।
 
মন্ত্রী আজ দুপুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের ধলেশ্বরী নদীর উপর ৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫শ ১৫ মিটার দীর্ঘ ব্রীজের পরিদর্শন কালে এসব কথা বলেন।
 
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর দেলদুয়ার আসনের এমপি খন্দকার আব্দুল বাতেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনু, টাঙ্গাইল পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি প্রমুখ।
 
উল্লেখ, আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধলেশ্বরী এই ব্রীজের উদ্বোধন করবেন।

এ সময় পাশেই আয়োজিত এক জনসভায় ভাষন দেয়ার কথা রয়েছে।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.