আমাদের কথা খুঁজে নিন

   

ডিসিসি নির্বাচনে এতো ভয় কেন?

আমি কিন্তু ভালো মানুষ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নের ছোয়া সব জায়গায় লেগেছে বলে আভাস দিয়েছেন। প্রধানমন্ত্রী সয়ং প্রতিটি অনুষ্ঠানে ঢাক ঢোল পিটিয়ে বক্তব্যও দিয়েছেন। বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদু্্যতের ঘাটতি নিরসন করেছেন। মানুষের আয় বেড়েছে। প্রযুক্তিতে উন্নতি করেছে।

মেনে নিলাম সবই হয়েছে। সবকিছু হলে তো জনগন আপনাদের এর সুফল দিবে। ৪০০বছরের পুরাতন ঢাকা সিটিকে নাগরিক সুবিধার নামে বিভক্ত করা হলো। প্রধানমন্ত্রী বললেন টাকা থাকলে আরো ভাগ করতেন। আমাদের ভাগ্য ভালো সরকারের হাতে তখন টাকা ছিলো না।

উত্তর দক্ষিণ দুই ভাগ করার পরও অনেক এলাকার মানুষ জানেন না তারা কোন এলাকার বাসিন্দা। না জানি চার ভাগ হলে কী হতো। বহু তামাশা শেষে নতুন নির্বাচন কমিশন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিল। এত দিন ঢাকা শহরের অলি গলি বিভিন্ন রাস্তার মোড় আর গুরুত্বপূর্ণ পয়েন্ট ছেয়েছিল আওয়ামীলীগ সমর্থিত সম্ভভ্য মেয়র প্রার্থীদের ব্যানার ফেস্টুনে। বিএনপির প্রচারণা না দেখে সরকার ভাবলো নির্বাচনে বুঝি বিএনপি অংশ নিবে না।

মির্জা ফখরুল ঘোঘণা দিলেন, ডিসিসি নির্বাচনে বিএনপির চমক আছে। কেউ কেউ বলেছে এই ঘটনার কারণে ঘাবড়ে গেছে সরকার। তাদের চমককে চ্যালেঞ্জ হিসেবে নিতে নারাজ সরকার। তাই নির্বাচন কমিশনকে চাপ দিয়ে নির্বাচন বন্ধ না করে আদালতকে এক্ষেত্রেও ঢাল হিসেবে ব্যবহার করলো সরকার। ঠিক যেমনটি করেছিল তত্ত্বাবধায়ক সরকারর ব্যবস্থা বাতিল করার সময়।

বর্তমান প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, অনির্বাচিত কেউ ক্ষমতায় থাকা অবৈধ। যদি তাই হয়ে থাকে তাহলে ঢাকা সিটি কর্পোরেশনের দুই ভাগের দুই মেয়র নিয়োগ দেওয়া হয়েছে তারা কি নির্বাচিত? তারা নির্বাচিত নন। তাহলে তারাও অবৈধ। এই অবৈধ প্রশাসককে কতোদিন দায়িত্বে রাখবে সরকার সেটাও এখন দেখার বিষয়। বর্তমান সরকার ডিসিসি নির্বাচন নিয়ে চরম সংশয়ে রয়েছে বলে মনে করছেন অনেকেই।

এই নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করলে নির্ঘাত পরাজিত হতে হবে ভেবে নির্বাচন থেকে তারা পিছু হটার চিন্তা ভাবনা করছে। কারণ গত সাড়ে তিন বছরে সরকারের বিভিন্ন কাজের সমুচিত জবাব জনগন ডিসিসি নির্বাচনের ব্যালটে দিবে এই ভয় থেকেই নির্বাচন থেকে আজ যোজন যোজন দুরে চিন্তা ভাবনা করছে সরকারের নীতি নির্ধারকরা। এ সরকারের আমলে আদৌ এ নির্বাচন হবে না এটা অনেকটা নিশ্চিত ভাবেই বলা যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.