আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য।  আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে নীতিহীন। নীতিহীনদের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আজ জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলা মিলনায়তনে  জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত ‘জাতীয় সংকট নিরসনে দরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৪২ বছর পর বাংলাদেশকে অন্য রাষ্ট্র শাসন করবে, তা আমরা চাই না।

সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসাস সহ-সভাপতি বাবুল আহমেদ, আপেল মাহমুদ প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.