আমাদের কথা খুঁজে নিন

   

আইটি সেক্টর থেকে আয় করার জন্য বাংলাদেশকে ব্র্যান্ডিং করা দরকার

ICT Branding for Bangladesh
আইটি সেক্টর বাংলাদেশের একটি নয়া রেমিটেন্স প্রবাহের খাত। এই খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বাইরের দেশ হতে বাংলাদেশে আসছে। আউটসোর্সিং এর মাধ্যমে ডলার ইনকাম সত্যিই তরুণদের কাছে একটি লোভনীয় ব্যাপার। তবে তরুনদের দক্ষতা বৃদ্ধি খুবই জরুরি। এ লক্ষ্যে সরকারের দায়িত্ব রয়েছে।

বাংলাদেশকে এ কাজের জন্য একটি ব্র্যান্ডিং দিতে পারলে সবচেয়ে ভাল হয়।
বেশ কিছু দিন আগে http://dayred.com/  এ  এ নিয়ে একটি পোস্ট লিখেছিলাম। আন্তর্জাতিক কম্যুনিটির এত বেশি সাড়া পেয়েছি যা অভিভূত করার মত। সত্যিই আমি অভিভূত হয়েছি। বিশ্বের নানান দেশের মানুষ চায় বাংলাদেশ আইটির দিক থেকে ব্র্যান্ডিং করে নিক।

তারা কমেন্ট লিখে এটি জানিয়েছে। সুন্দর রিএক্টস গুলো চাইলে এই লিংক এ গিয়ে দেখতে পাপরেন... http://dayred.com/bangladesh-can-brand-itself-by-it-works/
আমার পরিচিত অনেক বন্ধু রয়েছে এবং পরিচিত ব্যক্তি রয়েছে যারা আউটসোর্সিং থেকে ইনকাম করতে চায়, কিন্তু গাইডলাইনের অভাবে শুরুটা করতে পারছে না। অনেকে কেবল ও ডেস্ক নিয়ে পড়ে থাকে, কিন্তু কাজ শিখে না। কাজ না শিখে বিডিং করতে যাওয়া যে বোকামী এটা তাদেরকে বোঝাবে কে? তাদের ব্যাপারে সরকার চিন্তা করতে পারে।
আমার ধারণা এ বিষয়ক বিনামূল্যের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠা দরকার।

এই কাজটি করে ডেমো বাংলা আইট লিমিটেড। তাদের জন্য ধন্যবাদ। কিন্তু অন্যদেরও এ কাজে এগিয়ে আসা দরকার। আমার সঙ্গে যারা একমত থাকবেন তারা মতামত দিন...

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।