আমাদের কথা খুঁজে নিন

   

ক্লিনিকের বাগানেই গর্ভপাত!

নিরাপদ গর্ভপাত নিশ্চিত করতে সারা বিশ্বেই সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবুও যেন নিরাপদ গর্ভপাত নিশ্চিত হচ্ছে না। এবার মেক্সিকোতে ক্লিনিকে ভর্তি হতে না পেরে এক গর্ভবতী নিজেই ক্লিনিকের বাগানে বিপদজনকভাবে গর্ভপাত করেছেন। আর এই ভয়ংকর ছবিটি ডেইলি মেইলসহ বিশ্বের বেশ কয়েকটি শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর ধিক্কারের বন্যা বয়ে গেছে। সময়ের অন্যতম লজ্জাজনক ছবি হিসেবে ইতোমধ্যে চিহিৃত হয়েছে এটি।

২৯ বছর বয়সী ইরমা লোপেজের গর্ভবেদনা নিয়ে স্থানীয় ক্লিনিক 'স্যান ফিলিপ জালাপা ডে ডিয়েজ' ছুটেন তার স্বামী। কিন্তু গর্ভের সন্তানের বয়স আট মাস এবং গর্ভপাত সম্ভব নয় বলে ক্লিনিকের নার্স কোনভাবেই তাকে ভর্তি করাতে রাজি হননি।

এদিকে ইরমা ও তার স্বামী স্প্যানিস ভাষা না বোঝার কারণে নার্সের সঙ্গে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। ক্লিনিক থেকে বিতারিত হয়ে নিরুপায় ইরমা ওই ক্লিনিকের লনেই (সিড়িগোড়ার বাগান) গর্ভপাত ঘটাতে বাধ্য হন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।