আমাদের কথা খুঁজে নিন

   

*কুনোব্যাঙ* এর কোথাও কোন শাখা নেই!!!

বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !! ব্লগার সিউল রায়হানের পোষ্টে একটি ওয়েব সাইটের লিংক পেয়ে ভাবলাম দেখি তো আমার লেখার কপি কোথাও রয়েছে নাকি! অতঃপর বিডিটুডে নামক একটি সাইটের ব্লগে একটি পোষ্টের কপির সন্ধান পেয়ে গেলাম। যদিও সেই লেখাটার শেষে উৎস হিসেবে সামহোয়্যারইন ব্লগের নাম উল্লেখ রয়েছে। শুধু এতটুকু দায়মুক্তি নিচ্ছি, সামহোয়্যারইন ব্লগ ব্যাতিত *কুনোব্যাঙ* এর কোথাও কোন শাখা নেই। সুতরাং অন্য কোথাও *কুনোব্যাঙ* নিকের কোন পোষ্টের এবং মন্তব্যের উত্তরের কোনরূপ দায়ভার সামু ব্লগের *কুনোব্যাঙ* এর উপর বর্তায় না। সামুর পোষ্টঃ মানসিক চাপঃ যাপিত জীবনের নিত্য সঙ্গী!! বিডি টুডে ব্লগের পোষ্টঃ মানসিক চাপঃ যাপিত জীবনের নিত্য সঙ্গী!! বাঙ্গালী মন তাই ভাবের রাজ্যে উদাস হতে কোন কারণ লাগেনা! কয়দিন ধরে পটার কন্ঠে আসাম দেশের এই গানটি খুব শুনছি-  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।