আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার * কুনোব্যাঙ* এর জন্মদিনে আমার ছোট উপহার!!!

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!
বিষণ্ণ ব্যাকুলতা! ওহে দেহলতা তুমি কি জাননা সেই দীর্ঘ উড়ালের স্মৃতি? লিখিয়া চলেছি আমার সকল বিষাদ ঝরা উড়াল চিঠি! আমার সকল শূন্যকরুণা তোমার সেই নির্বাক আঁখিতারা তোমার প্রতি সেই বোধের মূর্ছনা আমি ফেলে এসেছি সেই হেমন্তের ঝরে যাওয়া কালে। তুমি আজ চেতনার ডাল মেলে ঝাঁপসে উঠো ব্রহ্মলিপিনামায় বলি ওগো কুহেলিলতা তোমার আর আছে কত ভার আমাকে নির্মাণ করার কুহকী বিদ্যা! লেখি তনুশূন্যতার কথা, বিষণ্ণ ব্যাকুলতা হারানো মমতা মাখি সে ব্যথার চূর্ণপ্রাণে। মহাকাল ঘষে ঘষে তোমারি বুকে ধরি; রাত্রিকথা! ---------------------------------------------------------------------------------- বি.দ্রঃ- আমার পোষ্টে যে কমেন্ট করবেন সে ফিরতি একটি কমেন্ট পাবেন আমি একজন হিট সিকার ----------------------------------------------------------------------------------
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.