আমাদের কথা খুঁজে নিন

   

টাইগারদের চাপে রাখতে চান ওয়াটলিং

বাংলাদেশের প্রথম ইনিংসের বাকি আট উইকেট দ্রুত তুলে নিয়ে ম্যাচের লাগাম নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় কিউইরা। ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে দ্রুত উইকেট তুলে ম্যাচের চাপমুক্ত হওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের আগামীর পরিকল্পনার বিষয়ে এমন মন্তব্য করেন কিউই ব্যাটসম্যান ওয়াটলিং। তিনি বলেন, প্রথম সেশনে দ্রুত উইকেট তুলে নিয়ে সব চাপ বাংলাদেশকে দিতে চায়। যত কম রানে সম্ভব বাংলাদেশকে বেঁধে রাখার চেষ্টা থাকবে। তবে কাল (আজ) সকালেই মমিনুলকে ফেরার চিন্তাই থাকবে সবচেয়ে বেশি।' বাংলাদেশের মাটিতে খেলা হলেও নিজের মতো উইকেট পেয়ে পুরোপুরি সন্তুষ্ট কিউই এ ব্যাটসম্যান। চট্টগ্রামের টার্ন উইকেট এখনো পর্যন্ত অপ্রত্যাশিত কোনো আচরণ পাননি স্পিনে দুর্বল কিউইরা। উইকেটের আচরণে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, 'এটা খুব ভালো উইকেট।

আশা থাকবে পুরো ম্যাচে উইকেটের এ আচরণ অব্যাহত থাকবে।'

১৫ টেস্ট ক্যারিয়ারের ওয়াটলিং এ ম্যাচে হাঁকিয়েছেন টেস্টের দ্বিতীয় সেঞ্চুরি। ছয়টি চার এবং দুটি ছক্কা দিয়ে সাজানো ১০৩ রানের ইনিংস তার ক্যারিয়ারের সেরা ইনিংসও। এমন ইনিংস খেলার পূর্ববর্তী পরিকল্পনা নিয়ে ওয়াটলিং বলেন, 'সব বল খেলার প্রবণতা পরিহার করে বাজে বলের জন্য অপেক্ষায় ছিলাম। বিগ শট না নিয়ে দুই এক রান নিয়ে রানের গতি সচল রাখার চেষ্টা করেছি। যখন বাজে বল পেয়েছি, তখন তা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। পরিকল্পনা কাজে দেওয়ায় ভালো একটি ইনিংস খেলতে পেরেছি।

তিনি উইকেটে যখন আসেন কিউইদের সংগ্রহ তখন ৭ উইকেটে ২৮২ রান। ব্যক্তিগত চার রানে ক্যাচ দিয়ে 'নো' বলের কারণে রক্ষা পান। জীবন পেয়েই বাংলাদেশি বোলারদের ওপর চালান স্টিমরোলার। শেষ তিন উইকেট নিয়ে দলের সংগ্রহের সঙ্গে যোগ করেন আরও ১৭৬ রান। নো বলের কল্যাণে নতুন জীবন পাওয়ার অনুভূতি বিষয়ে বলেন, 'আজ নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আউট হয়েও নো বলের কল্যাণে জীবন রক্ষা পেয়েছি। ভাগ্যের সহায়তা থাকায় ভালো একটি ইনিংস খেলেছি। এ ইনিংসের কল্যাণে দলও বিপদ থেকে রক্ষা পেয়েছে।'

দলের প্রথম সারির ব্যাটসম্যানরা আউট হওয়ার পর ৮ম উইকেটে ব্রেসওয়েলের সঙ্গে ৫৭ এবং দশম উইকেট জুটিতে বোল্টের সঙ্গে ১২৭ রানের জুটি করেন। ২৮২ রানে ৭ম উইকেট পড়ার পর পরবর্তী পরিস্থিতি বিষয়ে ওয়াটলিং বলেন, 'সকালের সেশন দ্রুত উইকেট চলে যাওয়ার পর পরিকল্পনা ছিল দেখেশুনে খেলব। অপর পার্টনারদেরও এক কথা বলেছিলাম। আমরা চাপমুক্তভাবে খেলেছি বলে শেষের দিকে দুটো ভালো জুটি করেছি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.