আমাদের কথা খুঁজে নিন

   

ভোলায় চেয়ারম্যান পদে লড়ছেন একই পরিবারের প

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের পাঁচ সদস্য চেয়ারম্যান পদের জন্য লড়ছেন। এরা আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। এদের বাইরে চেয়ারম্যান পদে আর কেউ নেই। তাই আগামীকাল রবিবার উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আলোচনার অন্ত নেই। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সেলিনা হোসেন চৌধুরী ও তার দেবর সামসুদ্দিন বাচ্চু চৌধুরীর মধ্যে। অন্যরা ডামি প্রার্থী। জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সেলিনা হোসেন চৌধুরী (আনারস)। তার ছেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরফান উল্লাহ চৌধুরী (মোটরসাইকেল)। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হচ্ছেন সামসুদ্দিন বাচ্চু চৌধুরী (দোয়াতকলম)। বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন তার ছেলে রবিকুল হাসান চৌধুরী (টেলিফোন) এবং অন্য প্রার্থী বাচ্চু চৌধুরীর ছোট ভাইয়ের ছেলে (ভাতিজা) জোবায়ের হাসান রাজীব চৌধুরী (কাপ-পিরিচ)।

উল্লেখ্য, মনপুরার সবচেয়ে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের মরহুম জাফর উল্লাহ চৌধুরী ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য। তার মৃত্যুর পর স্ত্রী সেলিনা হোসেন চৌধুরী মনপুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। অন্যদিকে জাফর উল্লাহ্ চৌধুরীর চাচাত ভাই সামসুদ্দিন বাচ্চু চৌধুরী বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করে আসছেন। একই পরিবারের লোকজন আওয়ামী লীগ আর বিএনপির নেতৃত্বে থাকায় এবার উপজেলা নির্বাচনে চৌধুরী পরিবারেরই পাঁচ সদস্য চেয়ারম্যান পদে নির্বাচনে নেমেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.