আমাদের কথা খুঁজে নিন

   

স্টেশন ও এয়ারপোর্ট ম্যানার্স

ঈদ উপলক্ষে দু'একদিনের মধ্যেই স্টেশনে নামবে ঘরমুখো মানুষের ঢল। এক কথায় বলতে গেলে সবাই ছুটবেন নাড়ির টানে। রেলস্টেশন ও এয়ারপোর্ট খুবই গুরুত্বপূর্ণ জায়গা। কাছে, দূরে যাতায়াতের জন্য সেখানকার টেক অফ জোনে পালন করতে হয় কিছু নিয়মকানুন। যাত্রীদের সুবিধার্থে কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব নিয়মকানুন বা রীতিনীতি আরোপ করা হয়ে থাকে।

স্টেশন ও এয়ারপোর্টে ব্যবহার বা রীতিনীতি কী রকম হবে তা নিয়ে রইল পরামর্শ-

কী করবেন

* যথেষ্ট সময় হাতে রেখে বাড়ি থেকে বের হন। এয়ারপোর্ট বা রেলস্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করতে হলেও ক্ষতি নেই। * চেকিংয়ে তাড়াহুড়া এড়াতে একটু আগেই পৌঁছতে চেষ্টা করুন। * কাউকে সি-অফ করতে এলে অবশ্যই প্লাটফর্ম টিকিট কাটুন। * টিকিট, পাসপোর্ট বা ভিসা হাতের কাছে রাখুন, দরকারেই যাতে দেখাতে পারেন।

* নিজের লাগেজ সম্পর্কে সচেতন থাকুন। স্টেশনে কুলি নিলে তার দিকে সব সময় নজর রাখবেন। * স্টেশনে লাগেজ ক্যারি করাতে লাইসেন্সড কুলি নিন। * অপরিচিত কারও সঙ্গে আলাপ করতে না যাওয়াই ভালো। * কেউ নিজে আলাপ করলে স্মিত বাক্য বিনিময় করুন।

* স্টেশনে কিছু খেয়ে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। * এনাউন্সম্যান্ট ঠিকভাবে শুনুন। * ভিউ বোর্ডে ট্রেনের তালিকা দেখে নিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে অপেক্ষা করুন। * রিজার্ভেশন থাকলে লিস্ট ভালো করে দেখে নিন। অযথা কোলাহল করবেন না।

* চেক-ইন করে নিজের লাগেজের দিকে খেয়াল রাখুন। * যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডিং পাস সংগ্রহ করে হাতব্যাগে রাখুন। * যারা ডেইলি প্যাসেঞ্জার, তারা কোন কামরায় উঠবেন, আন্দাজ করে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করুন। * ট্রেন আসা ও যাওয়ার সময় নিজের লাগেজ সম্পর্কে সচেতন থাকুন, এ সময় পকেটমার ও ছিনতাই বেশি হয়।

কী করবেন না

* টিকিট কাউন্টার বা চেক-ইন করতে লাইন না মেনে আগেভাগে ঢোকার চেষ্টা করবেন না।

* স্টেশন বা এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষা করতে হলে বিরক্তি প্রকাশ করবেন না। * চট করে কিছু কিনে খাবেন না। বিশেষত ট্রাভেল করার সময়। * লাউঞ্জ বা প্ল্যাটফর্মে অপেক্ষা করাকালীন উচ্চেস্বরে কথা বলে অন্যের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন না। * স্টল থেকে ম্যাগাজিন কিনলে যেখানে সেখানে ফেলে রাখবেন না, নিজের সঙ্গে ক্যারি করুন।

* প্ল্যাটফর্মে থুতু-পানেরপিক ফেলবেন না।

 

অসচেতনতায় যা ঘটে

কোন প্লাটফর্ম থেকে ট্রেন ছাড়বে সেটা আগে থেকে না জানা থাকলে অনেকেই শেষ মুহূর্তে ছোটাছুটি করেন। অ্যানাউন্স ঠিকমতো না শুনে ভুল প্লাটফর্মে অপেক্ষা করে রইলেন, শেষ মুহূর্তে লাগেজ ও ফ্যামিলি মেম্বারদের নিয়ে হুলুস্থূল কাণ্ড। এয়ারপোর্টে আগে থেকে বোর্ডিং পাস না নিয়ে রাখায় শেষ মুহূর্তে তাড়াহুড়া করতে হয় অনেককে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।