আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরের পথে ভয়াবহ যানজট

মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি জোবায়দুল আলাম জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকেই জট শুরু হয়। শুক্রবার ভোর থেকে সড়কে আরো গাড়ি নামার পর যানজটের দৈর্ঘ্য আরো বেড়েছে।
কোরবানীর পশুবাহী অসংখ্য ট্রাক এই পথ দিয়েই উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ঢাকার দিকে আসছে। এরই মধ্যে মাঝে মধ্যেই ট্রাক বিকল হওয়ায় এবং চালকরা লেন না মেনে  এলোমেলোভাবে গাড়ি চালানোয় জটিলতা আরো বাড়ছে।
ওসি জোবায়দুল বলেন, “ঈদ সামনে রেখে পুরাতন ও ফিটনেসবিহীন বহু যানবাহন রাস্তায় নেমেছে।

প্রতি দেড় সেকেণ্ডে দুটি গাড়ি চলাচল করে এ সড়কে। রাস্তায় ধারণ ক্ষমতার প্রায় ১০ গুণ বেশি যানবাহন চলছে। ”
এ অবস্থা কাটিয়ে উঠতে হলে চার লেন নয়, আট লেনের রাস্তা করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এই পুলিশ কর্মকর্তা জানান,  উত্তরবঙ্গের ১৬টিসহ ২৬টি জেলার যানবাহন এই সড়ক দিয়েই রাজধানীতে আসা যাওয়া করে।
যানজটের কারণে ছুটিতে ঘরমুখো যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঢাকা থেকে টাঙ্গাইল আসতে যেখানে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে সেখানে সময় লাগছে ১০ থেকে ১২ ঘন্টা।  
পরিবার নিয়ে দিনাজপুরের পথে রওনা হওয়া  বিধান সাহা জানান, তার বাস ঢাকা ছেড়েছে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়। কিন্তু যমুনা সেতু পর্যন্ত  পৌঁছাতেই তাদের সকাল হয়ে গেছে।
এই যানজটের মধ্যে নারী ও শিশুদের ভোগান্তি বেশি হচ্ছে বলে জানান তিনি।
ওসি জোবায়দুল আলাম বলেন, যানজট কমিয়ে আনার জন্য মহাসড়ক, থানা ও ট্রাফিক পুলিশ সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।