আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বে উৎপাদিত খাদ্যের অর্ধেই নর্দমায় ‘ফেলে দেওয়া হচ্ছে’

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক বিশ্বে প্রতিবছর মোট উৎপাদিত খাদ্যের অর্ধেই নর্দমায় ‘ফেলে দেওয়া হচ্ছে’। পরিমাণে এটা ২০০ কোটি টনের মতো। যুক্তরাজ্যভিত্তিক একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। দ্য ইনস্টিটিউট অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স নামের ওই সংস্থাটি বলেছে, এই অপচয় ঘটছে মূলত কয়েকটি কারণে। এর মধ্যে রয়েছে দুর্বল সংরক্ষণব্যবস্থা, খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ তারিখ কড়াকড়িভাবে অনুসরণ করা, একসঙ্গে কয়েকটি পণ্য কিনলে সুবিধা দেওয়া ও ভোক্তাদের খুঁতখুঁতে ভাব।

গবেষণায় আরও দেখা গেছে, যুক্তরাজ্যে উৎপাদিত ৩০ শতাংশ শাকসবজি খেতেই পচে নষ্ট হয়। দেখতে সুন্দর না হওয়ায় সেগুলো তুলে আনা হয় না। গবেষণা সংস্থাটির জ্বালানি ও পরিবেশ বিভাগের প্রধান টিম ফক্স বলেন, নষ্ট হওয়ার এই মাত্রা দুশ্চিন্তার বিষয়। ‘গ্লোবাল ফুড: ওয়াস্ট নট, ওয়ান্ট নট’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বে উৎপাদিত ৪০০ কোটি টন খাদ্যের ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশই নষ্ট হয়। এতে ইঙ্গিত দেওয়া হয়, ইউরোপ ও আমেরিকায় কেনা খাদ্যের অর্ধেকই পরে ফেলে নষ্ট করা হয়।

গবেষক টিম ফক্স বলেন, ‘বিশ্বব্যাপী যে পরিমাণ খাদ্য নষ্ট হচ্ছে, তা একটা দুশ্চিন্তার বিষয়। আজ যেসব মানুষকে না খেয়ে থাকতে হচ্ছে, এই খাদ্য দিয়ে তাদেরসহ বিশ্বের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা মেটানো যেতে পারে। ’ তিনি আরও বলেন, ‘এতে করে ভূমি, পানি ও জ্বালানির মতো সম্পদেরও অপচয় ঘটানো হচ্ছে, যা আমরা এসব খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণের কাজে ব্যবহার করে থাকি। ’ তথ্যসূত্র- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।