আমাদের কথা খুঁজে নিন

   

সচিবালয় থেকে গুরুত্বপূর্ণ নথি চুরির চেষ্ö

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় থেকে নথিপত্র চুরি করে পালানোর সময় নথিপত্র বোঝাই একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে সচিবালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অর্থ মন্ত্রণালয়ের সাবেক গাড়িচালক রুস্তম আলী হাওলাদার (৬৫) এবং সচিবালয়ের পরিচ্ছন্নতা কর্মী মো. সোহেলকে (৪৫) আটক করা হয়েছে। মাইক্রোবাসটি থেকে সেতুর নকশাসহ বিভিন্ন সড়কের মানচিত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

সচিবালয়ে দায়িত্বরত পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মশিউর রহমান জানান, বেলা ১টার দিকে সচিবালয়ের ভেতর থেকে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তাদের সন্দেহ হয় তখন গাড়িটিকে থামানোর সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে হাইকোর্ট এলাকা থেকে চালকসহ মাইক্রোটি আটক করে সচিবালয়ে নিয়ে আসে। তিনি জানান, মাইক্রোবাসের ভেতরে বেশ কিছু কার্পেট ছিল। তার ভেতরে ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কিছু ফাইলপত্র। এগুলো ছিল ভূমি, যোগাযোগ, রেল ও সংস্থাপন মন্ত্রণালয়ের বেশ কিছু নথি। এর মধ্যে অনেকগুলো আবার ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণের নথি। এসব নথির মধ্যে বাবুবাজার ব্রিজের নকশাসহ বিভিন্ন সড়কের ম্যাপও পাওয়া গেছে বলে জানান তিনি। এসব কাগজ বের করার নিয়ম নেই। তার দরকার হওয়ারও কথা নয়। আটক দুজনকে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তবে কেন এসব নথিপত্র চুরি করা হচ্ছিল সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য দেয়নি আটককৃতরা। সচিবালয়ের দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা জানান, রুস্তম আলী হাওলাদার তিন বছর আগে অবসরে যান। গতকাল তিনি নকল পরিচয়পত্র নিয়ে সচিবালয়ে এসেছিলেন। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না তা অনুসন্ধান করছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.