আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ জেলায় হরতালে আগুন ভাঙচুর ককটেল বিস্ফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে গতকাল নোয়াখালী, ফেনী, কুমিল্লা, পাবনা ও ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এ সময় গাড়ি ভাঙচুর, অগি্নসংযোগ ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

নোয়াখালী : গতকাল নোয়াখালীর কবিরহাট-কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় বিএনপিসহ ১৮-দলীয় জোটের উদ্যোগে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে বড় ধরনের কোনো যানবাহন চলাচল করেনি। কবিরহাট-কোম্পানীগঞ্জে শুক্রবার রাতে দুটি গাড়িতে অগি্নসংযোগ, চারটি ট্রাকসহ ১০-১২টি গাড়ি ভাঙচুর এবং শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান বিএনপি নেতা-কর্মীরা। কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা বাধা দিলে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা রুবেল ও মনির আহম্মদ গুলিবিদ্ধ এবং মাইজদীতে বিএনপি সমর্থক বাবুর রগ কাটাসহ অন্তত ২০ জন আহত হন। জেলা শহর মাইজদীতে তিনটি বাসে আগুন, তিনটি সিএনজি, একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ভাঙচুর এবং অগি্নসংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ রয়েছে।

ফেনী : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে তার নিজ এলাকা দাগনভূঞা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল করেছে বিএনপি। গতকাল ভোর থেকে বিএনপির পিকেটাররা হরতালের সমর্থনে ফেনী-নোয়াখালী ও ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি অটোরিকশাসহ ৫০টি যানবাহন ভাঙচুর করা হয়। দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার আজিম জানান, দু-তিনটি ককটেল ফাটিয়েছেন পিকেটাররা।

কুমিল্লা : এম কে আনোয়ার এমপির নিজ এলাকা হোমনা ও তিতাস উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশসহ ১৫ জন আহত হন। হোমনা থানার ওসি আসলাম সিকদার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

পাবনা : শিমুল বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে পাবনায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর ১২টার দিকে বিএনপি কর্মীরা শহরে ব্যাংক বিপণি কেন্দ্রসহ অর্ধশত দোকানপাট ভাঙচুর করেন। এ সময় জেলা আওয়ামী লীগ অফিসে কয়েকটি ককটেল নিক্ষেপ করেন তারা। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৬-৭ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পরে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শিমুল বিশ্বাসের বাড়িতে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগি্নসংযোগ করেন। এ ঘটনায় ১০ জন আহত হন।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, বেলা পৌনে ১২টার দিকে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগ অফিস লক্ষ্য করে ৫-৬ টি ককটেল নিক্ষেপ এবং শহরে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। অন্যদিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল নিক্ষেপের প্রতিবাদে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া করার চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলা : গতকাল ভোলা সদর উপজেলায় স্থানীয় বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তবে মধ্যরাতে হরতালের ঘোষণা দেওয়ায় শহরে এর তেমন কোনো প্রভাব পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দোকানপাট খুলে যায়। সকাল ১০টার পর থেকে জেলার সব রুটে দূরপাল্লার বাস চলাচল করে। তবে সকালে ঢাকা থেকে আসা লঞ্চযাত্রীরা খেয়াঘাটে কোনো যানবাহন না পেয়ে বিপাকে পড়েন। খেয়াঘট রোড, গাজীপুর রোড, ঘুইগার হাটসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। পুলিশ দুজনকে আটক করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.