আমাদের কথা খুঁজে নিন

   

কোচিং সেন্টার প্রেমের ভান্ডার



শিক্ষা ব্যবস্থার ত্রুটিকে কাজে লাগিয়ে দেশে গড়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টার।সন্তানকে কোচিং সেন্টার এ না দিলে আমাদের ইজ্জতের চাকা ফুস করে ফুটে যাওয়ার উপক্রম হয়।কি চলছে এ কোচিং সেন্টারে?আমাদের সন্তানরা এতো আগ্রহী কেন কোচিং এ যেতে?একবার ও ভেবে দেখেছেন কি?কোচিং এর ভাইয়া এবং আপাদের কথা বলার সময় এতো চকচকে করে কেন ওদের চোখ?বেশ কয়েক বছর আগের কথা চট্টগ্রামে প্রেমের জন্য নামকরা এক কোচিং এ খুনের ঘটনা ঘটলো আমরা নড়েচড়ে বসলাম।পরিমল বাবু ধর্ষণ এর ফ্রি ক্লাস নিল আমাদের পাছা একটু আকাশে উঠলো কিন্তু এরপর যে লাউ সে কদু।এ কোচিং গুলোর অধিকাংশ প্রেমের অবাধ লীলা ভূমি।কিছু হয়তোবা ব্যতিক্রম।ছেলেমেয়ে প্রেম শিখছে শিখুক না,ইয়াবা গিলছে গিলুক না,বিছানায় যেয়ে আদিম খেলায় মাততে চায় মাতুক না।প্রেসটিজ হলো বড় কথা কোচিং এ পাঠিয়ে বড় দায় উদ্ধার করেছি যে আমি।গাদা গাদা ফি দেই প্রেমের জোয়ারে ভাসতে আর আদিম খেলায় হাসতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।