আমাদের কথা খুঁজে নিন

   

স্কুল না কোচিং



আমাদের দেশের হাল দেখে আর না লিখে পারলাম না |এতদিন জানতাম শিক্ষক মানুষ গড়ার কারিগর |আমি নিজেই তা বিশ্বাস করি কিন্ত এখন এমন অবস্থা যে কিছু শিক্ষক সম্পর্কে আমি ভিন্নমত পোষন করি । আগে আমরা যখন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পড়েছি তখন শিক্ষকেরা পাঠ্যবইয়ের সব অধ্যায়গুলো সুন্দরভাবে পড়িয়ে শেষ করতেন । সব শিক্ষক যে এক রকম তা আমি বলছি না | তিন চার বছর আগে শুনেছিলাম সরকার নাকি ঘোষনা দিয়েছিলেন কোন স্কুল কলেজের শিক্ষকেরা প্রাইভেট বা কোচিং করাতে পারবেননা । সরকারের এই ঘোষনা কোন কাজে আসেবি বরং আমার মনে হয় তা আরও বেড়েছে | আমি নিজেও একজন ছাত্র | আমি দেখেছি এখন শিক্ষকেরা নিজেরা উল্টো কোচিং খুলে বসেছেন |এমন অনেক শিক্ষক আছেন যাদের নিজেদের আলাদা কোচিং সেন্টার রয়ছে | এসব শিক্ষকেরা তো ক্লাসে পড়ানই না বরং তা রেখে দেন প্রাইভেট বা কোচিং সেন্টারের জন্য |শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে বা কোচিং না করলে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় | কোন কোন ছাত্র বা ছাত্রী তাদের বাসায় টিউটর রেখে পড়াশুনা করে | সেক্ষেত্রে তাদের শুনতে হয় বিভিন্ন মতামত | যেমনঃ বাসার টিউটর ভাল না,বাসায় টিউটরের কাছে পড়লে তাদের রেজাল্ট ভাল হবে না বরং কোচিং এ গেলে রেজাল্ট ভাল করা সম্ভব | এমন আরও বিভিন্ন ধরনের মতামত | আর যারা কোথাও প্রাইভেট বা কোচিং করে না বা করার সামর্থ্য নেই তারা পড়ে আরও বিপাকে | কেননা শিক্ষকেরা অর্ধেক পড়া রেখে দেন প্রাইভেট বা কোচিং সেন্টারের জন্য |যারা বাসায় টিউটরের কাছে পড়ে তারা এটা শেষ করতে পারলেও যারা একেবারে দিনমজুর ঘরের সন্তান,যেখানে প্রাইভেট বা কোচিং তো দূরের কথা,তাদের পেটের খাবার নিয়ে পড়ে টানাটানি | তাদের জন্য এই পড়াটা হয়ে দাঁড়ায় মহা সমস্যা| যারা আমার এই লেখাটি পড়েছেন তারা হয়তো একটু হলেও বুঝতে পেরেছেনে এটা আমাদের জন্য কত বড় একটা সমস্যা| আপনারা হয়তো কোন না কোন সন্তানের বাবা অথবা ভাই বা বোন| তাই যদি বিষয়টি নিয়ে একটু ভাবেন তাহলে দেখবেন এটা আপনার সন্তানের বা আপনার ভাই বা আপনার বোনের জন্য কত ক্ষতিকর একটা দিক| এভাবে যদি চলতে থাকে তবে দেখা যাবে ছাত্রছাত্রীরা সব স্কুল কলেজ বাদ দিয়ে প্রাইভেট বা কোচিংমুখী হয়ে পড়ছে| কয়েকবছর পর দেখা যাবে স্কুল বা কলেজ তাদের কাছে অপরিচিত একটা শব্দ| আমি বলব সরকার যদি এমন কোন পদক্ষেপ নেন যে, কোন শিক্ষক প্রাইভেট বা কোন কোচিং করাতে পারবেন না এবং এরকম কিছু চোখে পড়ে তাহলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে তাহলে হয়তো কিছুটা হলেও এ ধরনের ব্যবসা রোধ করা সম্ভব| আমি সরকারের উপর মহলের নীতিনির্ধারকের কাছে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি | সমীর ঘোষ E-mail :

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.