আমাদের কথা খুঁজে নিন

   

কাবুলে হামলায় নিহতদের ২ জন বাংলাদেশি

বৃহস্পতিবার ওই হামলায় মোট নয় জন নিহত হয়।

বাংলাদেশি দুই জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। ড. ওয়াসিম জামান মালয়েশিয়ান একটি সংস্থার পক্ষে আফগানিস্তান পুনর্গঠনের কাজে নেতৃত্ব দিচ্ছিলেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন বিডিনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত অপর বাংলাদেশির পরিচয় জানা যায়নি।


গোপালগঞ্জ জেলার সন্তান এবং অবিভক্ত পাকিস্তানের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী ওয়াহিদুজ্জামানের ছেলে ড. ওয়াসিম জামান জাতিসংঘে ইউএনএফপিএ’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ম্যানেজমেন্ট অব পপুলেশন প্রোগ্রামের নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন চাকরির পর দু’বছর আগে অবসরে যান।

পরে মালয়েশিয়ান একটি সংস্থার প্রধান হিসেবে যোগ দেন।

নিউ ইয়র্কে ড. ওয়াসিমের মেয়ে ফারিহা জামান বিডিনিউজকে বলেন, “বাবা সারা জীবন মানবকল্যাণেই নিয়োজিত ছিলেন এবং তেমন একটি প্রকল্পের দায়িত্ব পালনকালেই দুর্বৃত্তের হামলার শিকার হলেন। ”

ওয়াসিম জামানের (৬৫) আরো দুই মেয়ে থাকেন ক্যালিফোর্নিয়া এবং বস্টনে। তার স্ত্রী থাকেন কুয়ালালামপুর।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।