আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্র সঙ্গম


থেমে যাও খরস্রোতা নদী পলি সঞ্চয়ে সবুজ দ্বীপ গড়তে চাও যদি। শান্ত হও স্নিগ্ধ হও তোমার ভাঙার শক্তি হারাও চলার শক্তি রহিত করো থেমে যাও,চলায় ক্ষয়; থেমে থাকায় সঞ্চয়। অনেক পথ ক্ষয় করেছো অনেক পাহাড় পর্বত কেটে সম্মুখে চলেছো; ভেঙেছো কূল বুকে ধরেছো পলি সামনে সমুদ্র ,উত্তাল ঢেউ বিশাল জলরাশি জোয়ার ভাটার খেলা। মোহনায় চলে এসেছো নদীর এবার নত কর শির; এবার সমুদ্র বক্ষে বিলীন হওয়ার পালা এবার হতে হবে মিলন মিলন লীলা। এতকাল ভরেছো উপত্যকা মরুভূমিখাত লেভী এবারে তোমার ভরার পালা; সমু্দ্র যৌবনে নতুন সৃষ্টির খেলা থেমে যাও আছড়ে পরবে এখনি তোমার উপর সমুদ্র তরঙ্গ মালা। ভয় পেয়োনা কিংবা অপ্রস্তুত থেকনা নিশ্চুপ শয্যায় ভরে যাও তুমি নোনা জলে নোনা কাব্য ;তুমি ভরাট ভূমি।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.