আমাদের কথা খুঁজে নিন

   

সউদী আরব কি অনন্তকালের দুধেল গাই?

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

সউদী আরবের দেদার অর্থ আমেরিকার আগ্রাসনবাদী পররাষ্ট্রনীতি বাস্তবায়নের জন্যে এতোটা কাজে লেগেছে যে, স্বয়ং প্রেসিডেন্ট রিগান বলেছিল- Saudia Arabia is such a cow that never stops giving milk. এই অফুরন্ত দুধের নহর থেকে সউদী বাদশাহ দিয়েছে নিকারাগুয়ার সরকার বিরোধী মার্কিনপন্থী গেরিলাদের আর্থিক সাহায্য। ইরানের বিরুদ্ধে ইরাকের প্রায় এক দশকের যুদ্ধে সউদী আরব বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে বামপন্থী নাস্তিক পার্টির ইরাকী নেতা সাদ্দাম হোসেনকে। আবার আমেরিকা যখন ইরাক আক্রমণ করেছে তখন সউদী আরবের বিমান ঘাঁটি ব্যবহৃত হয়েছে আক্রমণের জন্য। সউদী আরব আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা ও ন্যাটোকে আফগানিস্তানে আক্রমণ করার জন্য। অর্থ সাহায্য দিয়েছে মিশরের মুরসিকে উৎখাতের জন্য।

আরো অর্থ দিয়েছে সিরিয়ায় আক্রমণ করার জন্য। ১৯৭৫ ঈসায়ী সালে সউদী তেল রফতানী হতো দৈনিক ৬.৮ মিলিয়ন ব্যারেল। ১৯৭৮-৭৯ ঈসায়ী সালে দৈনিক রফতানী দাঁড়ায় ৮.৫ মিলিয়ন থেকে ৯.৫ মিলিয়ন ব্যারেল। ১৯৮০ ঈসায়ী সালে দৈনিক ১০.৫ মিলয়ন ব্যারেল রফতানী করে এবং পরে আরো বাড়ানো হলে তেলের দাম দ্রুত কমে যায়। ১৯৮৭ ঈসায়ী সালে সউদী আরবের আয় ১৯৮১ ঈসায়ী সালের এক চতুর্থাংশে নেমে যায়।

কিন্তু ১৯৬০ ঈসায়ী সালে যে রিজার্ভ ছিল ৫৩ বিলিয়ন ব্যারেল তা ১৯৮০ ঈসায়ী সালে দাঁড়ায় ১৬৪ বিলিয়নে। বর্তমানে রাজতন্ত্রের ৪৭টি তেল উৎপাদন ক্ষেত্র আছে। মাত্র ১৫টি থেকে তেল উত্তোলন করা হচ্ছে এবং বাকিগুলো ভবিষ্যতের জন্যে মজুদ আছে। কিন্তু এই তেল নিয়ামত সউদী ওহাবী রাজপরিবারের ভাগ্যে থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ সউদীর ওহাবী রাজারা তাদের হাত এখন সরাসরি পৃথিবীর নিরীহ মুসলিম জনগোষ্ঠীকে শহীদ করে মুসলমানদের তাজা খুনে রঞ্জিত করে যাচ্ছে শুধু নফসের গোলাম হয়ে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.