আমাদের কথা খুঁজে নিন

   

সহজে বাড়ান আপনার ৬৫০ভিএ ইউপিএস এর ব্যাক আপ

হ্যালো সবাই,
এটা আমার প্রথম পোস্ট এবং আমি নিজে ব্যাবহার করতাছি। আপনাদের পুরাতন ভাল কিন্ত ব্যাক আপ কম দেওয়া ৬৫০ভিএ ইউপিএস এর নষ্ট ব্যাটারি টা পালটে ঐ ব্যাটারির পরিবর্তে সংযোগ করে নিন একটা ১২ volt ১৮/২০ amp এর ব্যাটারি। আপনি আপনার আগের নষ্ট ১২volt ৭.২ amp এর ইউপিএস ব্যাটারি সংযোগ থেকে আলাদা আলাদা দুইটা তার বের করে ইউপিএস এর বাহিরে নিয়ে আসুন এবং নষ্ট ব্যাটারি ছাড়া ইউপিএস এর ঢাকনা লাগিয়ে দিন।
এখন কাজ হবে আপনার নতুন ১২ volt ১৮/২০ amp এর ব্যাটারির পসিতিভে(+) টানেল এর সাথে ইউপিএস এর ব্যাটারি পসিতিভে (+) কেব্‌ল এবং একই ভাবে ব্যাটারির নেগাতিভে (-) টানেল এর সাথে ইউপিএস এর ব্যাটারি নেগাতিভে (-) কেব্‌ল ভাল করে লগিয়ে দিন। এর পর পুরোপুরি ৬-৮ ঘণ্টা চার্জ করে নিন। চার্জ হলে ব্যাবহার করা শুরু করুন। একটানা ফুল লোড থাকা কালিন কমপক্ষে ১ ঘণ্টা ব্যাক আপ পাবেন। আপনার ব্যাটারি মান ভাল হলে এই ব্যাক আপ আরও বেশি পাবেন। মনে রাখবেন ব্যাটারি পাওয়ার যেন ১২ volt ১৮/২০ amp এর বেশি না হয়।
শুভ কামনায়ে
শামতাজ

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.