আমাদের কথা খুঁজে নিন

   

ধ্বংসস্তূপের সামনে ঈদ করবেন শ্রমিকদের স্বজনরা

সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসের ছয় মাস হতে চলল। ভয়াবহ এ ধসের ঘটনায় নিহত হয়েছেন প্রায় ১১৩২ জন শ্রমিক আর নিখোঁজ ৩৭৯ জন। ক্ষতিপূরণ ও বিচার দাবিতে ধ্বংসস্তূপের সামনে ঈদ করবেন স্বজনরা। আহত নাছিমা আক্তার জানান, সোহেল রানা ১১৩২ শ্রমিককে ঠাণ্ডা মাথায় খুন করেছে। তার বিচার দাবি করছি।

তিনি আরও বলেন, রানা প্লাজার সামনে ও পেছনে টিন দিয়ে ঘেরাও করে রেখে প্রশাসন সেখানে অস্থায়ী দুটি পুলিশ ক্যাম্প বসিয়েছে। নিহত শ্রমিকের পরিবার অবিলম্বে ক্ষতিপূরণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা জানান, রানা প্লাজার নিখোঁজ হওয়া ৩০১টি লাশ শনাক্ত না হওয়ায় জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে, আর ৩৩১ জনের স্বজনের ডিএনএ টেস্ট করার জন্য নমুনা দেওয়া হয়েছে। নিহত শ্রমিকদের পরিবারের সদ্যসদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১ থেকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অঙ্গহীন পাখি বেগম, সোনিয়া, রিক্তা, আন্না, মরিয়ম, লাবলী, শাহিনুর, আরতী রানীসহ নয়জনকে ১০ থেকে ১৫ লাখ করে টাকা দেওয়া হলেও আহত অনেক শ্রমিকই সরকারিভাবে চিকিৎসাহীন দিনযাপন করছেন।

ফলে বাধ্য হয়েই তাদের অনেকেই শেষ সম্বল নিজের ভিটেবাড়ি বিক্রি করে চিকিৎসার খরচ জোগাড় করতে হচ্ছে। ফাতেমা আক্তার রানা প্লাজার মৃত্যুকূপ থেকে বেঁচে উদ্ধার হওয়ার পর থেকেই এনাম মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি প্রাণে বেঁচে গেলেও তার পিঠের মেরুদণ্ড বিকল হয়ে পড়ে। এনাম মেডিকেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এলেও তাকে ঠিকমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এনাম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক রওশানা আক্তার চৌধুরী বলেন, ভবন ধসের পর থেকেই আহত ১৭৬৮ জন রোগীর এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর মধ্যে ৩৭ জনের অঙ্গ বিকল হয়ে যাওয়ায় তাদের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ন্যাশনাল ফরেনসিক প্রোফাইলের ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির প্রধান ডা. শরীফ আকতারুজ্জামান বলেন, আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে ৩০১টি লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।