আমাদের কথা খুঁজে নিন

   

কারখানা বন্ধ রেখে চার লাখ টন সার আমদানির উদ&#

প্রায় স্থায়ীভাবে দুটি কারখানা বন্ধ রেখে চার লাখ টন ইউরিয়া সার আমদানি করছে সরকার। এতে গচ্চা দিতে হচ্ছে হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। গ্যাস সংকট বা প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে মাসের পর মাস বন্ধ রাখা হয়েছে শাহজালাল ও যমুনা সার কারখানা। চলতি বছরের শুরুতে দেড় লাখ টন ইউরিয়া আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু কারখানা দুটি বন্ধ থাকায় এখন তা বাড়িয়ে চার লাখ টনে উন্নীত করা হয়েছে। ইতোমধ্যে এক লাখ টন আমদানি করা হয়েছে। বাকি চার লাখের মধ্যে ৫০ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে। সূত্র জানায়, পিক সিজনের কথা মাথায় রেখে এ সার আমদানি করা হচ্ছে। এর জন্য ব্যয় হবে ১৩১ কোটি ৪৮ লাখ টাকা। প্রতিটির ২৫ হাজার টন করে দুটি দর প্রস্তাব অনুমোদনের জন্য ক্রয় কমিটিতে পাঠিয়েছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির নিয়ন্ত্রণাধীন সংস্থা বিসিআইসির এ প্রস্তাবে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর দেড় লাখ টনের জায়গায় অতিরিক্ত আড়াই লাখ টন অর্থাৎ মোট চার লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হবে। এর অংশ হিসেবে দুই লটে ২৫ হাজার করে ৫০ হাজার টন সার আমদানির অনুমোদনে সম্মতি দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ প্রসঙ্গে বিসিআইসির চেয়ারম্যান মুনসুর আলী সিকদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্যাস সংকট ও টেকনিক্যাল কারণে দেশের কারখানাগুলোর উৎপাদন বন্ধ রয়েছে।

এ জন্য পিক সিজনের প্রয়োজন মেটাতে অতিরিক্ত সার আমদানি করা হচ্ছে। আর এটি করা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী। সব নিয়মকানুন মেনেই আমদানির প্রস্তাব পাঠানো হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.