আমাদের কথা খুঁজে নিন

   

টানা অবরোধের পরে কর্মব্যস্ত বন্দরনগরী

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের গত সপ্তাহে টানা ছয় দিনের (১৩১ ঘণ্টা) অবরোধ কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যানবাহন চলাচল শুরু করে। আজ থেকে আবারও টানা তিন দিনের অবরোধ ঘোষণা করেছে বিরোধী জোট। তবে এই ৩৩ ঘণ্টাও কর্মব্যস্ত ছিল নগরী। ছুটির দিনেও ছিল কাজের আমেজ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী খোলা ছিল সরকারি-বেসরকারি ব্যাংক। ৩৩ ঘণ্টার অবরোধের ছুটিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নগরবাসী। সাপ্তাহিক ছুটির দিনেও পরীক্ষা চলছে। অনেক স্কুলে সকাল-বিকাল দুটি করে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলেছে প্রাথমিক সমাপনীর শেষ পরীক্ষাও। ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখায় লেনদেন করতে আসা ব্যবসায়ী ইরশাদুল আলম বলেন, কী কষ্টে আছি তা ভাষায় বলে বোঝানোর মতো নয়। গোটা একটি সপ্তাহ অবরোধ থাকে। আর এ সময় আতঙ্ক আর ভয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করা যাচ্ছে না। ফলে ব্যাংকেও আসা হয়নি। ব্যবসার অবস্থাও খুবই করুণ। সোনালী ব্যাংক আগ্রাবাদ করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নিজাম ইউ এ চৌধুরী বলেন, অবরোধের কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়। তাই ক্লিয়ারিংসহ নানা কাজ সম্পন্ন করছেন গ্রাহকরা। এদিকে, নগরীতে গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক। এক সপ্তাহ পর সড়কগুলো ফিরে পেয়েছে পুরনো রূপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.