আমাদের কথা খুঁজে নিন

   

প্রোফাইল পিকচার



তুমি খালি ছবি তুলতে চাও আর আমি বলি- তুলুম না, ডর লাগে! তুমি খিল খিল করে হাসো আর আমার গায়ে ঢলে পড়ো যেমনটা একটা ফুলের পাপড়ি আরেকটা ফুলের উপর! তোমার হাসি থামেনা তো থামেনা... যেন বন কচুর পাতে জল টলছে! নাকি আমি টলছি! তুমি জিজ্ঞেস কর- কেন ডর লাগে? একটা প্রোফাইল পিকচার দিতে কি হয়? আমি মাথা নিচু করে ঘাস ছিঁড়ি তারপর পুকুরের দিকে তাকিয়ে বলি- নীল কাঁটাতারে বন্দী হবার ডর লাইক আকাঙ্খার ভয় একটা পাঁচটা ত্রিশটা একশোটা... আমি তোমার মুখের দিকে তাকাই তারপর তোমার হাতের দিকে তুমি মোবাইলে কি যেন করছ তোমার নিমগ্নতা দেখে আমি ভাবি মোবাইলের ভেতর যেন এক আরব্য রজনীর শহর! হঠাৎ তুমি আমার দিকে না তাকিয়ে বল- জানো, আমার ছবিতে একশো চল্লিশটা লাইক পড়েছে! আমি শুনি, হাসি তারপর ভেজা ঘাসে পড়ি শুয়ে একবার শরতের সাদা মেঘে দৃষ্টি ঘসে তোমার দিকে তাকাই তোমার চুলের প্রান্তদেশে হাত বোলাই বলি-তাই?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.