আমাদের কথা খুঁজে নিন

   

নেইমার আমার সমকক্ষ নয়: রোমারিও

গত জুনে নেইমারের নৈপুণ্যে টানা তৃতীয় বারের মতো কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে ব্রাজিল। স্বদেশের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকে দিন-দিন ঔজ্জ্বল্য ছড়িয়ে যাচ্ছেন তিনি। কিন্তু রোমারিওর বিশ্বাস, তার সঙ্গে তুলনা করার মতোই যোগ্যতা হয়নি নেইমারের! স্বদেশের ‘ও দিয়া’ পত্রিকার সঙ্গে কথা বলার সময় ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বলেন, “নেইমার ইদানীং ভালোই খেলছে আর ভবিষ্যতে সে একজন বড় তারকাও হবে। তবে আমার সঙ্গে তার তুলনা করার সময় এখনো আসেনি। ” “যাহোক, সে যদি এখনকার মতো খেলে যেতে পারে তাহলে কে জানে, ক্যারিয়ার শেষ করার সময় তাকে হয়তো আমার চেয়েও ভালো ফুটবলার হিসেবে দেখতে পাবেন আপনারা।

কিন্তু এখন সে আমার সমকক্ষ নয়। ” কয়েক মাস আগেও বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন রোমারিও। কিন্তু কনফেডারেশন্স কাপের সাফল্য তার সেই সন্দেহ দূর করে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “(ব্রাজিলের) ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া? আশা করি তা হবে। কনফেডারেশন্স কাপের আগে এ নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে আমি হয়তো ইতিবাচক উত্তর দিতাম না।

কারণ দলটা তখন খুব খারাপ খেলছিল। ” “কিন্তু (লুইস ফেলিপে) স্কলারি তার বার্তা খেলোয়াড়দের কাছে পৌঁছে দিতে পেরেছেন আর খেলোয়াড়রা বুঝতে পারছে তিনি কী চান। আমার এখন মনে হচ্ছে (বিশ্বকাপে) ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা আর স্পেন ফেভারিট। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।