আমাদের কথা খুঁজে নিন

   

বার্সার ত্রাতা নেইমার

কনফেডারেশন্স কাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দেন নেইমার। অসাধারণ ফুটবল খেলে জয় করে নেন ফুটবলভক্তদের হৃদয়। এর পরই উড়ে আসেন বার্সেলোনায়। শুধু বার্সার নয়, বিশ্বের ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছিলেন মেসি-নেইমার জুটি বিশ্ব কাঁপাবে। কিন্তু বার্সেলোনার প্রথম একাদশে নিয়মিত জায়গা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার।

ময়দানি লড়াইয়ে নামেন ঠিকই। কিন্তু পরিবর্তিত হয়ে। গত পরশু রাতে স্প্যানিশ সুপার কাপে খেলতে নেমেছেন পরিবর্তিত খেলোয়াড় হয়ে। খেলে মাঠ ছেড়েছেন ত্রাতা হয়ে। তার গোলেই অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারতে হারতে কোনোরকমে ড্র করেছে বার্সেলোনা।

১-১ গোলে ড্রয়ের আস্বাদ নিয়ে আগামী বুধবার ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে ডেবিড ভিয়ার অ্যাথলেটিক মাদ্রিদের। এ ভিয়াই গত মৌসুমে খেলেছেন বার্সার হয়ে এবং তার গোলেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল অ্যাথলেটিকো।

ভিয়া তার উজ্জ্বল ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনা দিয়ে। এর পর যোগ দেন ভ্যালেন্সিয়ায়। সেখান থেকে ২০১০ সালে যোগ দেন পুরনো ক্লাব বার্সায়।

কিন্তু সেখানে জায়গা হয়নি নিয়মিত একাদশে। উপেক্ষিত হওয়ায় বর্তমান মৌসুমে যোগ দেন অ্যাথলেটিকোতে। সেখানে তিনি যোগ দেন রাদামেল ফ্যালকাওয়ের জায়গায়। ফ্যালকাও এখন খেলছেন ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন দলে। পরশু সুপার কাপের প্রথম পর্বের খেলায় ঘরের মাটিতে অ্যাথলেটিকো এগিয়ে যায় ১২ মিনিটে।

ভিয়ার গোল করে দলকে উড়ন্ত সূচনা দেন। মধ্যমাঠ থেকে বল ধরে ভিয়া বাড়িয়ে দেন সতীর্থ তুর্কি আদ্রার পায়েকে। আদ্রা বল ধরে অনেকটুকু দৌড়ে ক্রস করেন বঙ্। ে সেখানে চলতি বলে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ভিয়া। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে চেষ্টা করতে থাকে বার্সা।

লা লিগার প্রথম ম্যাচে লেভেন্তের বিপক্ষে বড় জয়ের আত্দবিশ্বাস নিয়ে খেলতে নামলেও সুবিধা করতে পারেনি কাতালানরা। লিওনেল মেসি শুরু থেকে খেললেও তাকে খুঁজে পাওয়া যায়নি মাঠে। বরং ৪৬ মিনিটে কোচ মার্টিনোকে তাকে উঠিয়ে নেন মাঠ থেকে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি তাকে যথেষ্ট ভোগাচ্ছে। ত্রাতা নেইমার খেলতে নামেন ৫৯ মিনিটে পেদ্রোর বদলি হয়ে।

৬৬ মিনিটে খেলায় ফেরান দলকে দুর্দান্ত এক গোল করে। স্বদেশি দানি আলভেজের ক্রসে দুর্দান্ত হেডে বার্সেলোনার পক্ষে প্রথম অফিসিয়াল গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলের 'বিস্ময়' নেইমার।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।