আমাদের কথা খুঁজে নিন

   

গ্যালারির ৩টা টিকেট ২০০০ টাকা...... নিবেন???

যেখানে কিছুই পাইনি সেখানে হারাবার কিছুই নেই.............

বাংলাদেশ নিউজিল্যান্ড টেষ্টের শেষ দিন। ৭৫টাকার ৩টা টিকেট ১০০ টাকায় কিনে আমি, হিমেল আর বায়হান মাঠের মধ্যে কতক্ষন ঝিমাইলাম। (টিকেট স্পন্সরড বাই বায়হান) লাষ্ট দিন খেলা হইলো না তাই শিংঙারা পরোটা খাইয়া চইলা আসতেছিলাম। (খাওয়া স্পন্সরড বাই হিমেল) আসার সময় এক জন দুষ্টমির ছলে বললো "ভাই টিকিট লাগবে?" আমরা হাইসা দিয়া বললা্ম ভাই খেলা তো ড্র!!! সেও হাইসা দিলো। তাকাইয়া দেথলাম মাঠেরে গ্রাউন্ডসম্যান।

বললাম ওয়ানডের টা দিতে পারবেন? কইলো পারবো। আসার সময় ফোন নম্বর টা নিয়া আসলাম। নাম তার নুরন্নবী ফোনে নুরন্নবী_স্টেডিয়াম নামেও সেভ করে নিলাম। দুই দিন ধরে যোগাযোগ রাখতেছিলাম। এদিকে টিকেটের ক্রাইসিসের কথা নিউজে শুনছিলাম।

কাল সকালে ভূবন ফোন দিয়ে জানালো "ধানমন্ডির টিকেট ১ঘন্টায় ই শেষ' ও টিকেট পায়নাই। আমরা ওকে টিকেট দিতে পারবো কিনা, আমি বললাম টেনশন নিস না। দাম একটু বেশি হইলেও টিকেট পাবো। ও বললাম কেমন বেশি? আমি জানালাম যা দাম তার থেকে ডবল। আমাদের টার্গেট ছিলো ১০০-২০০ টাকার টিকেট।

সেক্ষেত্রে পার পারসন বাজেট ছিলো ৩০০-৪০০ টাকা। এত কিছুর পর ও নিশ্চিত ছিলাম টিকেট পাবো। কাল রাতে নুরন্নবী জানাইলো যে আজ টিকেট দিতে পারবে। আমি নিশ্চিন্তায় ঘুমাইতে গেলাম। আজ সন্ধ্যায় সেই নুরন্নবীর মিসকল ভাবলাম টিকেট তো পেয়ে গেলাম।

কল ব্যাক করতে ই সে বললো "ভাই এমনিতে টিকেট নাই তবুও আপনার লাইগা ৩টা টিকেট বহু কষ্টে ম্যানেজ করছি। আমি কইলাম কতো টাকার গুলা? আর আপনারে দিতে হবে কতো? সে জানাইলো কোনো টিকটে না পেয়ে সে গ্যালারির ৩টা টিকেট আনছে। এতদাম তারে """ ২০০০/- """" (দুই হাজার টাকা) দিতে হবে। ভাবতে খাকলাম ৫০টাকার ৩টা টিকেট ২০০০ টাকা !!! কি উত্তর দিবো ভাবতেছিলাম..... কইলাম ভাই টিকেটের দাম শুনে পেটের মধ্যে মাথা ব্যাথা করতেছে, আমি আমি অসুস্থ খেলা দেহুম না —


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।