আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা খালেদার টেলিফোন আলাপ ৭১ এ প্রচারঃ কিছু প্রশ্ন

বিক্ষিপ্ত ভাবনা

এই মাত্র রাত দুটায় আওয়ামীলীগ সমর্থিত চ্যানেল ৭১ এ প্রধানমন্ত্রী হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রীর টেলিফোন আলোচনা পুরাটাই প্রচারিত হল। ভাবতে অবাক লাগে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ জনের মধ্যকার পারস্পরিক আলোচনা এভাবে রেকর্ডেড সম্প্রচার করা হল সরকার সমর্থিত চ্যানেলে। এটা শুধু রাজনৈতিক পরিবেশকেই নোংরা করল না বরং নেত্রীদের পারস্পরিক অবিশ্বাসকে আরও বাড়িয়ে দিল। বিশেষ করে বিরোধীদলীয় নেত্রী স্বাভাবিক ভাবেই এর মধ্যে প্রধানমন্ত্রীর অসৎ রাজনৈতিক উদ্দেশ্য খুজে পাবেন। ব্যক্তিগত ভাবে আমি অন্তত এতে অসৎ রাজনীতি দেখছি।

শেখ হাসিনার খুচিয়ে কথা বলার ধরনটিই আমার এই সন্দেহ বাড়িয়ে দিয়েছে। তাই সংগত কারণে কয়েকটি প্রশ্নঃ ১) কেন প্রধানমন্ত্রী বিরোধীদলের আলটিমেটামের শেষ মিনিটে টেলিফোন করলেন? যদি আলোচনার ইচ্ছাই থাকত তাহলে কি সকালে বা অন্তত দিনের বেলায় টেলিফোন করা যেতনা? ২) টেলিফোনে প্রধানমন্ত্রী অন্তত একবার বলেছেন আপনি সত্য বলছেন না ( টেলিফোন ডেড থাকা প্রসংগে)। প্রধানমন্ত্রী টেলিফোনে কথাই শুরু করেছেন খুছিয়ে। এই ধরনের খুছিয়ে কথা বলে কি আলোচনার আশা করা যায়? ৩) টেলিফোনের পুরো বিষয়টিই আমার কাছে মনে হচ্ছে সরকারের নোংরা রাজনৈতিক গ্যাম। শেষ মুহুর্তে টেলিফোন করা যাতে হরতাল প্রত্যাহার করা না যায়।

আবার টেলিফোনে খোচানো, এবং তা রেকর্ড করা, পরে কিন্চিত প্রত্রিকায় প্রচার করে পরিবেশ তৈরি করা, এবং সর্বশেষে প্রচার করে দেয়া নিজস্ব চ্যানেলে। সরকার কি এর জন্যে দায়ী নন? ৪) স্কাইফ ক্যালংকারীর জন্যে যদি বিচারপতি পদত্যাগ করেন, মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হয়, তবে এই স্ক্যান্ডালের জন্যে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন? বা তার স্নেহধন্য চ্যানেল ৭১ এর মালিক মোজাম্মেল বাবুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন? আরও অনেক প্রশ্নই করা যায়, শুধু এটুকুই বলি শেখ হাসিনা সম্ভবত রাজনীতির খেলায় ক্ষমতার অপব্যাবহার করে সবচেয়ে নোংরা কাজ করলেন, এবং রাজনৈতিক সমাঝোতাকে শেষ করে দিলেন। আমি জানিনা বিএনপি কিভাবে রিএক্ট করেবে, তবে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বাজে কিছু কলংকের মধ্যে মনে হয় এটিও একটি হিসাবে স্হান পাবে। এই টেলিফোনালাপ রেকর্ড করে গভীর রাতে প্রচার করার মাধ্যমে দেশকে আরও কয়েক বছর পিছিয়ে দেয়া হল।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.