আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করল সিপিবি-বাসদ

সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী আরও অন্তত দুই টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ও সংশোধিত আরপিও বাতিলের জন্য প্রধানমন্ত্রীকে সুপারিশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (খালেকুজ্জামান)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে তারা এই সুপারিশ করে। ১৫ সদস্যের প্রতিনিধি নিয়ে প্রায় দুই ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিপিবি ও বাসদ। সংলাপ শেষে একসঙ্গে রাতের খাবার খান আওয়ামী লীগ, সিপিবি ও বাসদের নেতারা।

বৈঠকে সিপিবি-বাসদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ, সিপিবির নেতা শামছুজ্জামান সেলিম, লক্ষী চক্রবর্তী, অনিরুদ্ধ দাস, সাজ্জাদ জহির চন্দন, রুহিন হোসেন প্রিন্স, বাসদের নেতা বজলুর রশিদ ফিরোজ, জাহেদুল হক মিলু , রাজেকুজ্জামান রতন ও রওশন আরো রুশো ।

আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, নূহ-উল আলম লেনিন প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.