আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট রম্য - বাংলাওয়াশ তৈরির কৌশল , সম্পূর্ণ দেশীয়

তুমি আমি আমরা ......
বাংলাওয়াশ তৈরির কৌশল -- ১ - প্রথমে ১১ জন বাংলাদেশী ক্রিকেটার বাছাই করতে হবে । মনে রাখবেন বাছাই প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ । বাড়াবাড়ি করলে হরতাল । কোন চুদুরবুদুর চইলত ন ২ - তাদের গায়ে বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি চড়িয়ে দিতে হবে । খেয়াল করবেন তাদের গায়ে জার্সি চাপানোর সাথে সাথে তাদের গলা দিয়ে বাঘের মতো ঘড়ঘড় আওয়াজ বের হচ্ছে ।

আপনি একজন বাঙ্গালী হলে ভয় পাওয়ার কিছু নেই । চিল । কিন্তু আপনি অন্য কোনদেশের ক্রিকেট ভক্ত হলে -- ' মাম্মা তুই তো শেষ । ফিনিশ । টাইম থাকতে ভাগ ' ৩ - এবার বিশ্বের যেকোন ' ভালো ক্রিকেট পারে ' এমন দেশ সিলেক্ট করুন ।

৪ - ১১ দামাল ছেলে রুপী টাইগারের সাথে ' ভালো ক্রিকেট পারে ' দলের একটি ' সিরিজ ' নির্ধারণ করুন । সিরিজের নাম বড় কোন ইস্যু নয় । সাহারা , পাহাড়া , ৪৮ ঘণ্টা যেকোন নামেই সিরিজের নামকরণ হতে পারে । শুধু লক্ষ্য রাখেন নামের শেষে যেন খাতুন শব্দটি না ব্যাবহার হয় । নাইলে কিন্তুই আইসিটি আইনের ৫৭ ধারায় কট খেয়ে যেতে পারেন ৫ - আপনি ১১ জন ক্রিকেটার পেয়েছেন , তাদের গায়ে বাংলাদেশী জার্সি চড়িয়েছেন ।

বিপক্ষ দল পেয়েছেন । আছে ' সিরিজ ' এরপর ? এরপর কিছুই নয় । মাঠে ১১ জন টাইগারের সাথে ঐ ' ভালো ক্রিকেট পারে ' টিমকে মুখোমুখি করিয়ে দিন । ৬ - নিশ্চিন্ত মনে মাঠে বা টিভির সামনে চানাচুর , চিপস নিয়ে বসে পড়ুন । পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে মৌজ মাস্তি করুন ।

সেইসাথে উপভোগ করুন টাইগারদের আবিষ্কৃত সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বানানো " বাংলাওয়াশ ... বাংলাওয়াশ ... বাংলাওয়াশ ... বাংলাওয়াশ ... বাংলাওয়াশ পরবর্তী কার্যক্রম ( গুরুত্বপূর্ণ ) ১ - বাংলাওয়াশ পরবর্তী বেশুমার উৎসব উৎযাপনের প্রস্তুতি স্বরূপ আগেভাগে বিশাল বিশাল সাইজের বাংলাদেশের লাল সবুজের পতাকা , বাঁশি , ভুভুজেলা , পোস্টার , আতশবাজি ( পুলিশ যেন না টের পায় ) প্রস্তুত করে রাখুন । ২ - গলা যেন আগেভাগে না ভেঙে যায় সেদিকে কড়া নজর দিবেন । প্রচুর চিৎকার উল্লাস ধ্বনি করতে হবে । তাই আগে থেকেই গলার যত্ন নিন । আদা চা খান , ফ্লাক্সে গরম পানি রাখবেন যেন কিছুক্ষন পর পর গারগেল করতে পারেন ৩ - পা অতি অবশ্যই খালি রাখবেন ।

জুতো , স্যান্ডেল পায়ে দিবেন না । বাংলাওয়াশের পরপরই রাস্তায় দৌড় দিতে হবে । তাই পা খালি রাখা ভালো । স্যান্ডেল জুতো হঠাৎ দৌড় দিতে সমস্যা সৃষ্টি করে । ( দৌড় দিতে গিয়ে আমার দুইবার স্যান্ডেল ছিঁড়ে গেছে ) ৪- বেশকিছু গালি জমিয়ে রাখতে পারেন ।

উৎসবের মুহূর্তে ইন্ডিয়ান সিধু সাবকে কিছু গালি না দিলে উৎসব উৎযাপন প্রাণবন্ত হয় না
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.