মাগুরায় বাইপাস সড়ক, দৌলদিয়া পাটুরিয়ায় পদ্মা সেতু, গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ ও ডায়াবেটিক হাসপাতালের দাবীতে র্যালী ,মানবন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শুক্রবার সকালে মর্নিং টাচ নামের একটি সংগঠনের ব্যানারে জেলার বিশিষ্ট নাগরিকরা এ কর্মসুচি পালন করে। শহরে র্যালী শেষে ভায়না মোড়ে মানবন্ধন করেন নাগরিকগন। সেখানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রজব আলী মজনু, প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ।
তারা জানান, গত ১৩ মাসে জেলার মধ্য দিয়ে যাওয়া প্রধান সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল ছাত্র, শিক্ষকসহ ১২ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য জেলার মত বিকল্প বাইপাস সড়ক না থাকায় শহরের মধ্য দিয়েই সব ধরনের যান চলাচল করায় সড়ক দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। একারণে বাইপাস সড়ক যেমন প্রয়োজন তেমনি জেলাবাসীর জনস্বার্থে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ, ডায়াবেটিক হাসপাতালসহ দৌলত্দিয়া-পাটুরিয়ায় ঘাটে সেতু নির্মান অতি জরুরী।
সরকার অবিলম্বে দাবী পুরন না করলে জেলায় সড়ক অবরোধ, হরতালসহ লাগাতর আন্দোলন পালনের ঘোষণা দেন আয়োজকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।