আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রবেশকারী তিন ব্রিটিশ নাগরিককে পাওয়া যায়নি

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর দিয়ে অনুপ্রবেশকারী পাজেরো জিপ দুটি অবশেষে উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় সিলেট নগরীর উপশহর ও কুমারপাড়া থেকে জিপ দুটি উদ্ধার করে পুলিশ। তবে গাড়িতে করে আসা বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ নাগরিক এখনো লাপাত্তা রয়েছেন। তাদের সন্ধানে সিলেট জেলাজুড়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে শাহজালাল উপশহরের ই-ব্লকের ৬ নং রোডের হোয়াইট প্যালেস নামক বাসার সামনে থেকে কালো পাজেরো জিপ (রেজি নং-এলভি ৫২ জেড আর ও) উদ্ধার করা হয়।

এ সময় গাড়িটি স্টার্ট দেওয়া অবস্থায় ছিল। উদ্ধারের কিছুক্ষণ আগে গাড়িটি উপশহরের স্প্রিং টাওয়ারের পার্কিংয়ে রাখা ছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এ ছাড়া রাত ২টার দিকে নগরীর কুমারপাড়ার জালালাবাদ অটো সার্ভিসিং থেকে সিলভার কালারের জিপটি (রেজি নং-এঙ্ ৮৭৫ ও এভি) উদ্ধার করা হয়। বর্তমানে গাড়ি দুটি সিলেট কোতোয়ালি থানায় রয়েছে। এদিকে গাড়ি নিয়ে আসা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাবুল মিয়া (পাসপোর্ট নং-জিবিআর ৪৫৪৭৯৩৩৫৬), মো. অন্তর আলী (পাসপোর্ট নং-জিবিআর ৬৫২৪৪১৪৮৭) ও মো. আছকর উদ্দিনের (পাসপোর্ট নং-জিবিআর ৫০৮৮৯৮৫৫৮) সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তবে তাদের কোনো খোঁজ পায়নি পুলিশ। এর মধ্যে কাবুল মিয়া বিশ্বনাথ উপজেলার হাজি আবদুল বাকির ছেলে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এদিকে ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে গাড়ি নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় সুতারকান্দি স্থলবন্দরের ইন্সপেক্টর আবদুল হান্নান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আইয়ুব জানান, পাজেরো জিপ দুটি উদ্ধার করা হয়েছে। এখন গাড়িতে করে আসা ব্রিটিশ নাগরিকদের সন্ধানে অভিযান চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ভারত থেকে সুতারকান্দি স্থলবন্দর দিয়ে দুটি জিপে করে বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ নাগরিক ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে অনুপ্রবেশ করেন। তারা সুতারকান্দি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকেই দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান। এর পর তাদের ধরতে সিলেট জেলাজুড়ে চৌকি বসিয়ে পুলিশ তল্লাশি চালায়। সীমান্ত এলাকায়ও বিজিবির নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার গভীর রাতে গাড়ি দুটি উদ্ধার হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুপ্রবেশকারীদের সন্ধান পাওয়া যায়নি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.