আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় অনুপ্রবেশকারী ও বিএসএফের হাতে পাঁচ বছরে 479 জন নিহত



ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় অনুপ্রবেশকারীদের হাতে গত 5 বছরে মোট 479 জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 381 জন, 449 জন গ্রেপ্তার, 531 জন অপহৃত, 8 শিশুসহ 83 জন নিখোঁজ এবং 7 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া 40টি ছিনতাই ও লুটের ঘটনা ঘটেছে। এরমধ্যে বিএসএফের হাতে নিহত হয়েছে 413 জন। বাংলাদেশ-ভারত সীমান্তে বিচার বহিভর্ূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লংঘন সংক্রান্ত 'অধিকার' প্রণীত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের সময়কাল 2001 সালের অক্টোবর হতে 2006 সালের 27 অক্টোবর পর্যন্ত। দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং নিজস্ব তথ্যানুসন্ধানের ভিত্তিতে মানবাধিকার সংগঠন অধিকার এ রিপোর্ট তৈরি করে। প্রতিবেদনে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, এ বছরের 1 জানুয়ারি থেকে 27 অক্টোবর পর্যন্ত সময়েই 123 জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। এছাড়া একই সময়ে 135 জন আহত, 20 জন গ্রেপ্তার, 135 জন অপহৃত, 32 জন নিখোঁজ, 2 জন নারী ধর্ষণের শিকার এবং 8টি লুটের ঘটনা ঘটেছে। ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 11.11.2006 ঃঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.