আমাদের কথা খুঁজে নিন

   

পিসির ব্রাউজারের Ctrl + Enter এর মান পরিবর্তন করে নিন নিজের ইচ্ছা মত।

সবাই ব্রাউজারে শর্ট জিনিসটা ইউস করে যেমন আমরা ওয়েব ব্রাউজারে শর্টকাট হিসাবে Ctrl + Enter বেশি ব্যাবহার করি। সাধারণত এড্রেসবারে কোন শব্দ লিখে Ctrl + Enter চাপলে উই শব্দের শুরুতে http://www. এবং শেষে .com চলে আসে। এইটা ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রে দারুন কাজে দেয়। তবে চাইলে Ctrl + Enter এর মান পরিবর্তন করে ডোমেইন .com এর পরিবর্তেন অন্য ডোমেইন ব্যবহার করা যায়। ফায়ারফক্স: মজিলা ফায়ারফক্সে Ctrl + Enter এর মান পরিবর্তন করতে এড্রেসবারে about:Config লিখে এন্টার করুন।

এবার I’ll be careful, I promise! বাটনে ক্লিক করে Filter এ browser.fixup লিখে সার্চ করুন। এখন browser.fixup.alternate.suffix এ দুইবার ক্লিক করে যে ডোমেইন লিখবেন সেটিই Ctrl + Enter করলে ব্যবহৃত হবে। ইন্টারনেট এক্সপ্লোরার: ইন্টারনেট এক্সপ্লোরারে Ctrl + Enter এর মান পরিবর্তন করতে (Start>Run) রানে গিয়ে regedit লিখে এন্টার করুন। এবার রেজিস্ট্রি এডিটরের HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Toolbar এ গিয়ে QuickComplete নামে একটি কী তৈরী করতে হবে। এরপরে উক্ত কীতে একটি String Value নিয়ে মান হিসাবে http://www.%s.net নিন।

তাহলে ইন্টারনেট এক্সপ্লোরারে Ctrl + Enter চাপলে .net আসবে। চাইলে http://www.%s.net এর মান পরিবর্তন করে অন্য ডোমেইনও ব্যবহার করা যাবে।
Welcome

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.