আমাদের কথা খুঁজে নিন

   

যেকোনে দোকানে ব্যাবহারের জন্য কাচের ও এ্যালুমিনিয়ামের তৈরী ফার্নিচার কম দামে বিক্রয় হবে (ব্যাবহারিত)

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

একটি ঔষুধের দোকানের সম্পুর্ন কাচের ফার্নিচার/ডেকোরেশনের মাল বিক্রয়ে আগ্রহী। মোটা কাচ ও এ্যালুমিনিয়াম দিয়ে বানান। সম্পুর্ন কাচ ও এ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা -------- ১* একটি সেলফ { মোটা কাচ দিয়ে তৈরী ও তাক করা রয়েছে । রয়েছে কাচের দরজা } আনুমানিক ৭ কি ৮ ফুট লাম্বা আর চওড়া ৪ ফুটের মত।

২* একটি সোকেস দোকানের ঔষুধ ডিসপ্লের জন্য লম্বা সোকেস না কি বলে সেটা( এমুহুর্তে নাম মনে আসছে না। ) এটাও মোটা কাচ ও এলুমিনিয়াম দিয়ে তৈরী। লম্বা ৭ ফুট আর চওড়া ১.৫ ফুট । দোকান ছেড়ে দেওয়ার কারনে বিক্রয় করে দিবো। উল্লেখ্য, এই কাচের ফার্নিচার কেনা নয় ,বানানো তাই যথেষ্ট মজবুত আছে।

তেমন কোন সামান্য নাই । যেকোনো দোকানের ফার্নিচার হিসাবে ব্যাবহার করতে পারবেন। সরাসরি দেখে দামদর করে কিনতে পারেন। ঠিকানা : মিরপুর ২ নং ক্রিকেট ষ্টেডিয়ামের পিছনে। মিরপুর ৬ নং বাজারে।

আব্দুল্লাহ..... ফোন ০১৯৮৫ ৩৩৭ ৮৮৭

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।