আমাদের কথা খুঁজে নিন

   

নতুন কিছু মুভির রিভিউ

আমি যা শুনি এবং যা বুঝি তাই নিশ্বঙ্ক চিত্তে বলতে চাই।
নতুন কিছু মুভি দেখলাম গত সপ্তাহে। তাই তাদের নিয়ে লিখে ফেললাম। ০১) Man of Steel সুপারম্যান দেখেননাই এমন মানুষ খুব কম আছেন। ছোট বেলায় প্রথম যখন মুভিটা দেখি তখন আমার ছোট কাকারে জিজ্ঞাস করসিলাম কাকা এই বেডায় প্যান্টের উপর লাল একটা জাইঙ্গা পরছে কেন?? নতুন মুভিটার পোস্টার দেইখা আমি সেই লাল জাইঙ্গাটার খোজ করলাম।

দেখি নাই। আগের স্টুপিড কস্টিউমটা চেন্জ করছে সাথে নায়কের লেডিস ভাবটাও কিছুটা দুর করছে। হেনরি কেভিল সুপারম্যান হিসাবে ভাল অভিনয় করেছে। তার বডিশেইপটা দুর্দান্ত লাগছে। তবে আমার সবচেয়ে ভাল লেগেছে এমি এডামস রে।

তেনারে আবার আমি বিশেষ ভালা পাই । মুভির শুরুর কাহিনি এবং ভিলেন গুলোর বডি ল্যাংগুয়েজ ভাল হয়েছে। আগেরটার স্টুপিডিটি অনেকটা কাটছাট করছে। যেমন ছোটবেলার কাহিনি গুলা হাল্কা করে ছোয়া দিয়ে গেছে। তাছারা সুপারম্যনের বাবা হিসাবে রাসেল ক্রো অসাধারান কাজ করেছেন।

রাসেল ক্রোকে আমার বরাবরই খুব ভাল লাগে। স্পেসশিপগুলোর ডিজাইনগুলোও কিছুটা ভিন্নতা আনার চেস্টা করছে। ডাউনলোড লিংকু( টরেন্ট ) ০২) Pacific Rim সাইফাই ঘরনার মুভি। ভিনগ্রহের প্রানি সমুদ্রের খুব গভির একটা অঞ্চলে পৃথিবীর সাথে একটা ওয়ার্ম হোলের মাধ্যমে কানেকশন সৃস্টি করেছে। এবং এর সাথে পৃথিবী দখলে নেয়ার জন্য অতিকায় কিছু প্রানিকে ধংসলিলা করার জন্য পৃথিবিতে পাঠাচ্ছে।

আর পৃথিবীর মানুষ তাদের মোকাবেলা করার জন্য তৈরি করেছে দৈত্যকায় কিছু রোবট যাদের চালনা করা হয় মানুষের দ্বারা। তবে মজার ব্যাপার হল একটা রোবটকে কিভাবে দুইজন একই সাথে কন্ট্রোল করবে তার একটা ভাল ব্যাখ্যা দেয়া হয়েছে। তবে সমুদ্র থেকে উঠে আসা প্রানিগুলোকে ঠেকানোর জন্য কোস্টাল ওয়ালের আইডিয়াটা স্টুপিডিট লাগছে। এর চেয়ে ভাল কিছু আইডিয়া করতে পারত। ইদ্রিস এলবার অভিনয় ভাল লেগেছে।

মুভিতে প্রচুর জাপানি শব্দ ব্যবহার করা হয়েছে। সাইফাই ঘরনার মুভি যাদের ভাল লাগে তারা দেখে ফেলতে পারেন। ডাউনলোড লিংকু ০৩) The Lone Ranger মুভিটা প্রথম দেখে যা বুঝেছি পরের বার দেখে খুব খারাপ লাগছে। পরিচালকের আসল মেসেজটা বুঝতে পেরেছি। আজকের আমেরিকার আমেরিকা হয়ে ওঠার গল্প।

তবে কিছুটা বানানো। আজকের আধুনিক আমেরিকা যাদের রক্ত আর লাশের উপর নির্মিত সেই রেড ইন্ডিইয়ানদের একজন সদস্য টন্টো। যে তার জীবনের কাহিনি বলে একটা ছোট বালককে। যে পরিবারের সকল সদস্যকে হারিয়েছে ছোট একটা ঘরির লোভে। যে প্রতিশোধের নেশায় জেলখানায় যেতে এবং প্রচন্ড অত্যাচারের মধ্যেযেতে দিধা করেনি।

এবং এক সময় হার মানতে হয়েছে নতুন আগত সভ্য নামক অসভ্য কিছু কুটচালকারি এবং লোভি মানুষের কাছে। জনিডেপ মুলত টন্টো চরিত্রে অভিনয় করেছে। যার মাথায় মৃত একটি কাকের মমি এবং মুখে সাদাকালোর একটা কারুকাজ করা থাকে। তবে লোন রেঞ্জারকে আমার মোটেও ভাল লাগে নাই। বেটা কামনাই তো খই ভাজ অবস্থা হইছে পুরা মুভিতে।

তবে পরিচালক তার মুল মেসেজটা দিতে পারছেন এটাই আমার মনে হয় তার সার্থকতা। ডাউনলোড লিংকু ০৪) Elysium ম্যাটডেমন এর একটা সাইফাই। ওয়ান ম্যান শো। পুরোটাই তাকে ঘিরে। তবে ইলেসিয়ামের আইডিয়াটা কিছুটা হ্যলো গেমের হ্যালো সিস্টেমের সাথে মিলে যায়।

মুল কাহিনি হল প্রচন্ড যুদ্ধের কারনে পৃথিবীর আবহাওয়া অতিরিক্ত খারাপ হয়ে যাওয়ায় পৃথিবির অরবিটে অত্যান্ত বৃহৎ একটি রিংএর মত কৃত্তিম গ্রহ তৈর করা হয়েছে। সেখানে যারা থাকে তারা সকল সুবিধাদি পায় যেমন, মেডিক্যল সুবিধা, উচ্চাভিলাষি থাকা সুব্যবস্থা সহ আরো অনেক কিছু। তবে আমাদরে নায়ক সাহেব একটা এক্সিডেন্টের ফলে তার সেখানকার মেডিফিকেশন খুব জরুরি হয়ে পরে। শুরু হয় ধুন্দুমার কাহিনি। বডি আর্মারটার আইডিয়াটা বেশ ভাল লাগছে।

তবে ইলেকট্রনিক্স চিপ দিয়ে মস্তিস্কে ডাটা ট্রান্সফারের বিষয়টা একটু অডড লাগছে। ফিনিংশটা খুব ভাল লেগেছে। ০৫) The Hangover Part III "মিস্টার লাসলি ফাকিং চাও"। এবারের পার্টটার পুরো কাহিনি চাও কে নিয়ে। আর সাথে আছে এলানের মজার সব কান্ডকারখানা।

আগের পার্ট গুলোকে কিছুটা ফলো করেছে। তবে এলান এর গার্লফ্রেন্ড আর চাও এর চুরি দুইটাই চমৎকার করেছে। ডায়লগ গুলো বরাবরের মত খুব ভাল হয়েছে। কিছু ডায়লগ আমার কাছে এখনো কানে বাজে। মজার ব্যপার হল প্রথম পার্টে ডাগ এর বিয়ে , দ্বিতিয় পার্টে স্টু এর বিয়ে এবং এবার এলান এর বিয়ে হল।

প্রথম পর্বের কিছু ক্যারেক্টর আবার নিয়ে আসছে। তবে মোটামুটি দেখার মত একটা মুভি। ডাউনলোড লিংকু মুভি রিভিও তো লিখতে পারি না। তবে চেস্টা করছি আমার ভিউ গুলো আপনাদের সাথে শোয়ার করতে। ধন্যবাদ।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.