আমাদের কথা খুঁজে নিন

   

কপিরাইট সতর্কীকরন বিজ্ঞপ্তি !

আমার অনেক কথা

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কম্পিউটার প্রোগ্রাম, সাহিত্যকর্ম্, নাট্যকর্ম্, সঙ্গীতকর্ম্, শিল্পকর্ম্,(চিত্রকর্ম্, ভার্স্কয,ড্রয়িং, খোদাই বা আলোকচিত্র),চলচ্চিত্র ইত্যাদি সংক্রান্ত কর্ম্ও কপিরাইট লঙ্গন বা পাইরেসি একটি শাস্তিযোগ্য অপরাধ। কপিরাইট আইন২০০০ (২০০৫ সালে সংশোধিত)- এর ৯৩(১)ধারার বিধান মতে সাব-ইন্সেপেক্টরের নিন্মতর পদাধিকার নয় এমন যে কোনও পুলিশ কর্মকর্তা গ্রেফতারী পরওয়ানা ছাড়াই পাইরেসি সংক্রান্ত কর্মের সকল অনুলিপি বা যন্ত্রপাতি বা দ্রব্যসামগী এবং অনুলিপি তৈরির উদ্দেশ্যে ব্যবহ্নত সকল প্লেট বা যন্ত্রপাতি বা দ্রব্যসামগ্রী যেখানেই পাওয়া যাক, তা জদ্ব করতে পারেন্ বর্ণিত অবস্থার প্রেক্ষিতে, কপিরাইট লঙ্গন বা পাইরেসি সংক্রান্ত সকল কর্ম্ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।