আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটের রাজপথে শুল্ক ফাঁকির শতাধিক গাড়ি!

বিভিন্ন দেশ থেকে আনা শুল্ক ফাঁকির শতাধিক গাড়ি দাবিয়ে বেড়াচ্ছে সিলেটের রাজপথ। সিলেটের প্রবাসীরা নিজে ব্যবহারের কথা বলে কোনো প্রকার শুল্ক না দিয়ে কারনেট সুবিধায় গাড়িগুলো দেশে আনেন। পরে চুরি হয়ে গেছে বা দুর্ঘটনায় নষ্ট হয়ে পড়েছে অজুহাত দিয়ে এগুলো আর ফিরিয়ে নেন না। বিক্রি করে প্রবাসে ফিরেন। ফলে শুল্ক ফাঁকি দিয়ে আনা এ গাড়িগুলো চড়ে বেড়ায় দেশের ভেতরেই। সর্বশেষ গত বৃহস্পতিবার বিয়ানীবাজারের সুতারকান্দির শুল্ক স্টেশন দিয়ে বিজিবি'র বাধা উপেক্ষা করে নিয়ে আসা শুল্ক ফাঁকির দুটি পাজেরো জিপ নগরী থেকে উদ্ধার করে পুলিশ।

সুতারকান্দি সীমান্তে বিজিবির টহল চৌকি ভেঙে জিপ দুটি অনুপ্রবেশের খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। এ নিয়ে সিলেটজুড়ে শুরু হয় তোলপাড়। এমনকি ভারত থেকে দুটি দামি জিপ অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন হয়ে প্রধানমন্ত্রীও ফোনে কথা বলেন সিলেটে অবস্থানরত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে নড়েচড়ে উঠে সিলেটের প্রশাসন। বিশেষ অভিযান চালিয়ে গাড়ি দুটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে এভাবে সিলেটের বিভিন্ন পথে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা হয় দামি গাড়ি। বৃহস্পতিবার দুটি গাড়ি উদ্ধার হলেও বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি প্রবেশের খবর জানতে পারে না কেউ। ফলে তা উদ্ধারও হয় না। বিআরটিএ'র একটি সূত্র জানায়, সিলেটের প্রবাসীদের আনা শুল্ক ফাঁকির শতাধিক গাড়ি রাস্তায় চলাচল করছে। তবে বেশিরভাগ গাড়ির কাগজপত্র বিআরটিএ'র ঢাকা অফিস থেকে জালিয়াতির মাধ্যমে করে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে দেশে গাড়ি নিয়ে আসার সঙ্গে সিলেটের কয়েকজন প্রবাসী রাজনৈতিক নেতা জড়িত রয়েছেন।

জানা যায়, প্রায় ছয় মাস আগে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসার সময় সিলেটের এক প্রবাসী রাজনীতিবীদের গাড়ি চট্টগ্রাম বন্দরে ধরা পড়ে। পরে এ ঘটনায় মামলাও হয়। সিলেটের বিভিন্ন অটোমোবাইল প্রতিষ্ঠানও এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ব্যাপারে বিআরটিএ সিলেট অফিসের মোটরযান পরিদর্শক শেখ মো. রাজিবুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো প্রবাসী বিদেশ থেকে নিয়ে আসা কোনো গাড়ি রেজিস্ট্রেশন করাননি। তবে রাস্তায় শুল্ক ফাঁকির গাড়ি চলাচল করছে কি-না তা তার জানা নেই বলে মন্তব্য করেন তিনি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আয়ুব জানান, দুটি গাড়ি উদ্ধারের পর ধারণা করা হচ্ছে শুল্ক ফাঁকি দিয়ে এরকম আরও গাড়ি আসতে পারে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ছাড়া যে তিনজন নাগরিক এই গাড়ি দুটি নিয়ে এসেছেন তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেফতার করা সম্ভব হলে অনেক তথ্য বেরিয়ে আসবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.