আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়ায় বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে 'টেলিভিশন'

মোস্তফা সরয়ার ফারুকী'র চলচ্চিত্র 'টেলিভিশন' এবার বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। 'এ্যাট নাইন ফিল্মে'র পরিবেশনায় ছবিটি সিউল, পুসান ও দেইগু শহরে একযোগে মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর। ছবিটির কোরিয়ান রিলিজ উপলক্ষে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ৩ দিনের জন্য কোরিয়া যাচ্ছেন।

আমেরিকা, চীন, ভারত, কোরিয়া ও হংকং এই পাঁচটি দেশকে চলচ্চিত্রের বড় বাজার হিসেবে ধরা হয়। এ রকম একটি শক্তিশালী বাজারে ছবিটির বাণিজ্যিক মুক্তি নিশ্চিত হওয়াকে বাংলাদেশের চলচ্চিত্রের আরেক ধাপ এগিয়ে যাওয়া বলে মনে করছেন পরিচালক ফারুকী।

এদিকে মালয়েশিয়ার টেলিভিশন জায়ান্ট 'astro' মালয়েশিয়া সিঙ্গাপুর ও থাইল্যান্ডের জন্য ছবিটির সমপ্রচার স্বত্ব কিনে নিয়েছে। শীঘ্রই astro টিভিতে প্রচার হচ্ছে ছবিটি। এ উপলক্ষে astro টিভি ও রেডিও ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী'র একটি সাক্ষাৎকার প্রচার করছে।

এদিকে নভেম্বর-ডিসেম্বরে ছবিটি আরও তিনটি ফেস্টিভালে কেরালা, কলকাতা ও জাকার্তার নেটপ্যাক উৎসবে প্রদর্শিত হচ্ছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.