আমাদের কথা খুঁজে নিন

   

সর্বোচ্চ গতির ওয়াইম্যাক্সের বিস্তার কোরিয়ায়

রানিং এন্ড রানিং...

ইন্টেল এবং কোরিয়া টেলিকম সমগ্র দক্ষিণ কোরিয়াতে উচ্চগতিসম্পন্ন ওয়াইম্যাক্স ছড়িয়ে দেয়ার প্রকল্প গ্রহণ করেছে। বর্তমানে সিউল, ইনচন এবং সুওন- এই তিনটি শহরে ওয়াইম্যাক্স সেবা চালু আছে। তারা চলতি সপ্তাহেই আরো ৯টি শহরে চালু করতে যাচ্ছে এ সেবা। ছড়িয়ে দিতে যাওয়া ওয়াইম্যাক্সের সেবাকে তারা বলছে মোবাইল ওয়ান্ডারল্যান্ড এবং ওয়াইম্যাক্সের এই নেটওয়ার্কের নাম দেয়া হয়েছে 'থ্রিডাবিস্নউ' নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে একই সাথে সংযোজিত থাকবে ডবিস্নউসিডিএমএ থ্রিজি মোবাইল ব্রডব্যান্ড, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়্যারলেস ব্রডব্যান্ডের (ওয়াইব্রো) উচ্চগতির ইন্টারনেট সুবিধা। তিন ডবিস্নউ বিশিষ্ট নেটওয়ার্ক একসাথে থাকার কারণে এর নামকরণ করা হয়েছে থ্রিডবিস্নউ নেটওয়ার্ক। এর মধ্যে ওয়্যারলেস ব্রডব্যান্ড ওয়াইম্যাক্সের একটু উন্নত সংস্করণ যা ওয়াইম্যাক্সের চেয়ে ১০ মেগাহার্জ বেশী ফ্রিকোয়েন্সি চ্যানেল ব্যবহার করে। ইন্টেল ও কোরিয়া টেলিকম আশা করছে আগামী মার্চের মধ্যে তারা ৮২টি শহরে ছড়িয়ে দেবে তাদের সেবা আর মোট জনগোষ্ঠীর ৮৫% এই সেবার আওতাভূক্ত হবে। এই ওয়্যারলেস ব্রডব্যান্ডের অবকাঠামোগত উন্নয়নের জন্য ইন্টেল বরাদ্দ করেছে ২০ মিলিয়ন মার্কিন ডলার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.