আমাদের কথা খুঁজে নিন

   

মৌসুমি ব্যবসা

শীতকাল আসলেই আমাদের দেশে সুন্দর একটা ব্যবসা চালু হয়ে যায়। 'বিরাট ওয়াজ মাহফিল' ব্যবসা। এইসব মাহফিল হচ্ছে সহজ সরল মানুষদের ব্যবহার করে ভাল অংকের পয়সা কামানোর ধান্দা। গ্রাম অঞ্চলে এর প্রকোপটা বেশী পড়ে, কারণ গ্রামে সহজ সরল মানুষের সংখ্যাই বেশী। যারা ওয়াজ ফরমাইলেন, সারা বছর ধরে তারা এই শীতকালের জন্যই অপেক্ষা করে থাকেন, সারা বছরের আয় এই এক ঋতুতেই চলে আসে।

যারা মাহফিলের আয়োজন করলেন, তারা এর আগে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুললেন, ফলে মাহফিল আয়োজন করেও ব্যাপক লাভ পকেটে আসে। বিনিময়ে সাধারণ মানুষ পায় কি? যারা মাহফিলে যায়, তারা পায় কোন মনিষীর কেমন অতিমানবীয় ক্ষমতা ছিল তার কাহিনী, কোন দোয়া পড়লে শর্টকাটে বেহেশতে যাওয়া যায়, ইত্যাদি। আর যারা মাহফিলে গেল না, তারা পায় রাতভর না ঘুমানোর ওষুধ, গগনবিদারী মাইকের আওয়াজ। আদর্শ ও উন্নত জীবন পাওয়ার জন্য ধর্ম কি বিধান দিয়েছে, ধর্মের কোন বিধান পালনে নিজের লাভ হয়, দশের লাভ হয় কিংবা দেশের লাভ হয়, তা ব্যাখ্যা করা হয় কদাচিৎ। ব্যবসা করার অপূর্ব সব ব্যবস্থা এই দেশে চালু হয়, হচ্ছে এবং হবে।

ধর্ম কে পুঁজি করে কেনই বা বাদ যাবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।